শুক্রবার ● ২২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো পুলিশ
মাটিরাঙ্গায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো পুলিশ
মাটিরাঙ্গা প্রতিনিধি ::পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আইন-শৃঙ্খলার রক্ষা,পরিস্কার পরিছন্ন অভিযান পরিচালনার পর এবার মানবিক দায়িত্ব থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গা থানা পুলিশ৷ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের পর মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বসবাসরত ১৬৫ জন শীতার্ত মানুষের মাঝে গরম কম্বল বিতরণের উদ্যোগ নিয়ে অনন্য নতুন দৃষ্টান্ত গড়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো৷
শুক্রবার ২২ জানুয়ারী সকালে মাটিরাঙ্গা থানা চত্বরে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী (বিপিএম)৷
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী (বিপিএম) উপজেলার পুলিশ সদস্যদেরকে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে নিয়োজিত থাকার উপর গুরুত্বারোপ করে বলেন, যে কোন মূল্যে পুলিশকে তৃণমূল মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে৷ তিনি বলেন, একজন মানুষ হয়ে একজন অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব৷ শীতকাল অনেকের জন্য আনন্দের হলেও পাহাড়ের অসহায় আর গরীব শীতার্ত মানুষেরা মানবেতর জীবন যাপন করছে৷ আসুন আমরা সবাই যার যার সার্মথ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াই৷
শীতবস্ত্র বিতরণকালে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান, সহকারী পুলিশ সুপার (রাম গড় সার্কেল) মো.হুমায়ুন কবীর, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো খাগড়াছড়ির এরিয়া ম্যানেজার কাজী মো.রিপন ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল আজম প্রমূখ উপস্থিত ছিলেন৷
আপলোড : ২২ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.৫০মিঃ