বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » সভাপতি সরফরাজ, সম্পাদক লিটন : রাজাপুরে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি সরফরাজ, সম্পাদক লিটন : রাজাপুরে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি :: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ঝালকাঠি জেলার রাজাপুরে উপজেলা শাখার আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর সকালে উপজেলা আ.লীগ এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাংসদ, রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বজলুল হক হারুন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক খাদ্য ও শিল্প মন্ত্রী ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু। সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ এর স্ঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগ এর সভাপতি সরদার মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, নুরুল আমিন সুরুজ কেন্দ্রীয় উপকমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক এম মনিরুজ্জামান মনির, এ্যাড. বাবু সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা মহিল ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, স্বপন মেম্বার ও নাসির উদ্দিন মৃধা প্রমূখ। সম্মেলন শেষে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজকে সভাপতি ও জিয়া হায়দার খান লিটনকে সাধারন সম্পাদক এবং আফরোজা আক্তার লাইজুকে সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
ঝালকাঠিতে গলা কেটে যুবককে হত্যা
ঝালকাঠি:: ঝালকাঠি নলছিটি উপজেলায় সজল দেওয়ান (২৮) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মালিপুর আল-কাদেরিয়া দরবার শরিফসংলগ্ন একটি রুম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সজল ওই দরবার শরিফের শাহাজাদা মৃত আমির হোসেন দেওয়ানের পুত্র।
পুলিশ জানায়,দরবারের পাশে একটি ছোট ঘরে একা ঘুমাতেন সজল দেওয়ান। আজ সকালে দা দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশের পাশ থেকে জবাই দিয়ে হত্যায় ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।
এদিকে নিহত সজলের ভাই মাহফুজ দেওয়ান অভিযোগ করেন,দরবার শরিফ নিয়ে চাচাদের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। সজলকে তাঁর চাচারা লোকজন দিয়ে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।
নলছিটি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো.সাখাওয়াত হোসেন জানান,লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। সজলকে গলা কেটে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।