রবিবার ● ৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » থানচিতে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
থানচিতে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের থানচি উপজেলার গহীন জঙ্গলে জনচক্ষুর আড়ালে নতুন ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সামজিক সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দরা। আজ রবিবার ৮ ডিসেম্বর সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে সামাজিক সংগঠন, সিএইচটি ইউথ হেডম্যান- কারবারী নেটওয়ার্ক এর নেতা কর্মীরা সচেতন নাগরিকবৃন্দরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ ধ্বংসকারী অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে প্রশাসনের আইনানুগ ব্যবস্থা সহ অবিলম্বে ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধ করে দিলে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কেউকারাডং তাজিংডং পর্বতের পরিবেশ রক্ষা হবে। বক্তারা আরও বলেন, বান্দরবানে যতগুলো লাইসেন্সবিহীন ইটভাটা রয়েছে সেগুলি অনতিবিলম্বে বন্ধের স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বনভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন কমিটির সভাপতি জুমলিয়ান আমলাই বম, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সভাপতি নিয়ং মারমা, বাংলাদেশ ম্রো স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি রুম ব্লাম ম্রো , বাংলাদেশ তঞ্চঙ্গা ওয়েল ফেয়ার স্টুডেন্ট ফোরামের আহবায়ক জেমি তনচংগা সহ বান্দরবানের সচেতন নাগরিকবৃন্দ।