শনিবার ● ২৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » জাতীয় কাব ক্যাম্পুরী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় কাব ক্যাম্পুরী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৬ দিন ব্যাপি ৮ম জাতীয় কাব ক্যাম্পুরী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
২৩ জানুয়ারি শনিবার সকাল ১১ টার দিকে গণভবন থেকে ভিভিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জাতীয় কাব ক্যাম্পুরী উদ্বোধন করেন৷
গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে কাব ক্যাম্পুরী উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী৷
৮ম জাতীয় কাব ক্যাম্পুরীতে দেশের ৮ হাজার কাব স্কাউট ও কাব লিডার অংশগ্রহণ করছে৷ কাব ক্যাম্পুরী উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর ৮৫১জন শাপলা এ্যাওয়ার্ড অর্জনকারীদের মধ্যে ১০টি স্কাউটস অঞ্চলের ৭১ জন কাব স্কাউটস সকলের প্রতিনিধি হিসেবে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সনদ ও এ্যাওয়ার্ড গ্রহণ করেন৷
গাজীপুরে মৌচাকে অনুষ্ঠানে আকর্ষনীয় ডিসপ্লে প্রদর্শন, বেলুন ও পায়রা উড়ানো এবং বাংলাদেশ স্কাউটস কার্যক্রমের উপর একটি ভিডিও প্রদর্শন করা হয়৷ বাংলাদেশ স্কাউটিং এর শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী স্মারক ডাক টিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন৷
অনুষ্ঠানে মৌচাক থেকে সভাপতির ভাষন ও ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ স্কাউটস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব ও বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মো. আবুল কালাম আজাদ৷