সোমবার ● ৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » সন্ধ্যার পর ছাত্রদের বাইরে আড্ডা ও অমার্জিত চুল কাটা বন্ধ
সন্ধ্যার পর ছাত্রদের বাইরে আড্ডা ও অমার্জিত চুল কাটা বন্ধ
ঝিনাইদহ প্রতিনিধি :: স্কুল, কলেজ চলাকালীন সময়ে ছাত্ররা ক্যাম্পাসের বাইরে আড্ডা বা সন্ধ্যার পরেও কোথাও আড্ডা না দিতে সেদিকে নজর রাখতে হবে। এছাড়াও ছাত্ররা মার্জিত ভাবে চুলের কাটিং তা দেখভাল করা প্রয়োজন। এ সকল বিষয়টি দেখভালের জন্য উপজেলা আইনশৃংখলা কমিটির সভাতে সকল বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিকে নির্দ্দেশনা দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে অনুষ্টিত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভাতে এসব কথা বলা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিতে পরিষদের সভাকক্ষে অনুষ্টিত সভাতে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু। বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন। সভাতে প্রধান অতিথি ঠান্ডু উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বলেন, সদ্য যোগদানকৃত ওসিকে আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখতে তার কর্মকান্ডে জনপ্রতিনিধি সহ সকলকে সহযোগিতা দিতে হবে। ইউএনও সবর্ণা রানী সাহা বলেন, বর্তমানে বাল্য বিবাহ রোধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি শহরে যানজট ও মাদক প্রতিরোথেধ রোধে নতুন নতুন পদক্ষেপ নিবেন বলে জানান। সভাতে অন্নান্যর মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসায়েন সাফায়েত, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মোদাচ্ছের হোসেন, আয়ুব হোসেন, মহিবুল ইসলাম মন্টু, নজরুল ইসলাম ছানা, নাছির চৌধুরী, আবুল কালাম আজাদ ও ইলিয়াস রহমান মিঠু সহ উপজেলা পরিষদের অন্যান্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
চলছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ
ঝিনাইদহ :: ‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোর কালীন মাতৃত্ব রোধ করি’ এ শ্লোগানকে সামনে ঝিনাইদহে পালিত হচ্ছে ৬ দিন ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। এ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে সোমবার বিকেলে কোটচাঁদপুর ও সদর উপজেলার দক্ষিণ কাস্টসাগরা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উদ্বুর্দ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহম্মেদ, কনসালটেন্ট ডা: শহিদুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়ালিউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময়, দীর্ঘমেয়াদি প্রসুতির অপারেশন ক্যাম্প, বিনামুল্যে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণসহ নানা বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়। এছাড়াও কৈশোরকালীন মাতৃত্ব রোধ ও জনসংখ্যার বৃদ্ধি রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে শিক্ষক সমিতির সংবর্ধনা
ঝিনাইদহ :: ঝিনাইদহে নবাগত উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভকে জেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্তরে এই আয়োজন করা করা হয়। সেসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মহিউদ্দিন, যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া, মহিলা সম্পাদিকা সালেহা খাতুন প্রমুখ। একই সাথে জেলা স্কাউট দল ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ :: ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধে প্রচারাভিযানের অংশ হিসেবে সরকারি বিভিন্ন দপ্তর ও স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেছে প্রচারাভিযান সংক্রান্ত এ্যাডভোকেসি কমিটি। সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে ওয়েলফেয়ার উফোর্টস (উই) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ্যাডভোকেসি কমিটির সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়েলফেয়ার উফোর্টস (উই) পরিচালক শরিফা খাতুন, রুপান্তর’র প্রতিনিধি তসলিম আহম্মেদ, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি নাসিম উদ্দিন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিন। সে সময় বক্তারা বলেন, জেলা শহর ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে খোলা পরিবেশে অস্বাস্থ্যকর খাবার বিক্রি হয়। ফলে প্রচন্ড স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। এজন্য প্রয়োজন সচেতনতা। এসব খোলা খাবার বিক্রি বন্ধে আগামীতে করনীয় নানা বিষয়ে আলোচনা করা হয় মতবিনিময় সভায়।
ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
ঝিনাইদহ :: ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্ত মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ-জামান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ, সনাকের সহ-সভাপতি এম সাইফুল মাবুদ, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল। এসময় বক্তারা, সমাজ থেকে দুর্নীতি দুর করতে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
ঝিনাইদহে ২ দিন ব্যাপী তথ্য অধিকার মেলার উদ্বোধন
ঝিনাইদহ :: ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী তথ্য অধিকার মেলা। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ মেলা শুরু হয়। শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ-জামান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ, সনাকের সহ-সভাপতি এম সাইফুল মাবুদ, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল। পরে মেলা চত্বরে দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর গ্রহণ করা হয়। এছাড়াও প্রদর্শণ করা হচ্ছে দুর্নীতিবিরোধী কার্টুনচিত্র। ২ দিন ব্যাপী এ মেলায় জেলার সরকারি ও বেসরকারি ২৮ টি দপ্তরের স্টল প্রদর্শন করা হয়। এসময় তথ্য অধিকার আইন সম্পর্কে সকলকে অবহিত করা হয়।
ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সম্মাননা
ঝিনাইদহ :: ‘নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদাণ করা হয়। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড সালমা ইয়াসমিন, প্রোগ্রাম অফিসার খোন্দকার শরীফা আক্তার। এসময় বক্তারা, বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়তে পুরুষের পাশাপাশি নারীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ৮ জন নির্বাচিত জয়িতাকে সম্মাননা প্রদাণ করা হয়।