মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন ৫ জয়িতাকে সম্মাননা
নবীগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন ৫ জয়িতাকে সম্মাননা
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। ‘নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এক র্যালী অনুষ্ঠিত হয়। পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা কৃষি অফিসার এ.কে.এম মাকসুদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক জালালাবাদের প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, জয়যাত্রা টিভির প্রতিনিধি ছনি চৌধুরী, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সলিল বরণ দাশ, ব্রাকের প্রতিনিধি আব্দুল আহাদ প্রমূখ। সবশেষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ৫জন জয়িতা নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- সফল জননী নারী ক্যাটাগরিতে রৌশনারা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে জাকিয়া আক্তার লাকি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রাপু বেগম চৌধুরী, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রুপতারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী শরিফা বেগম। এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে অনুষ্ঠিত র্যালীতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নবীগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন
নবীগঞ্জ :: ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় এ দিবস পালন করা হয়। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এক র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের নেতৃত্বে র্যালীতে অংশগ্রহন করেন- থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, উপজেলা জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, উপজেলা প্রকৌশলী সাব্বির আহমেদ, পজীব কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তনুজ রায়, সাধারণ সম্পাদক ফয়জুর রব ফনি, সহ সভাপতি কাঞ্চন বণিক, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকলী, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শেখ শাহানুর আলম সানু, কাউন্সিলর জাকির হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল,পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, সাংবদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, জয়যাত্রা টিভির প্রতিনিধি ছনি চৌধুরী, পৌর আওয়ামলীগ নেতা এটিএম রুবেল, ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, রনধীর দাশ,আনন্দ নিকেতনের সভাপতি জীবেশ গোপ, নিতাই আচার্য্য প্রমূখ।