মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ৪৫ টাকা দামে পেঁয়াজ বিক্রি শুরু
রাঙামাটিতে ৪৫ টাকা দামে পেঁয়াজ বিক্রি শুরু
স্টাফ রিপোর্টার :: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র মাধ্যমে রাঙামাটিতে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।
আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটি ষ্টেডিয়াম এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল হুদা।
পেঁয়াজের পাশাপাশি চিনি, ডাল, সয়াবিন তেল ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। এময় পেয়াজ প্রতিকেজি ৪৫ টাকা দরে প্রতিজন ২ কেজি, চিনি প্রতি কেজি ৫০ টাকা করে প্রতিজন এক কেজি, ডাল প্রতি কেজি ৬০ টাকা দরে প্রতিজন ১ কেজি এবং সয়াবিন তেল ৮০ টাকা দরে বিক্রি করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যেগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র লাইসেন্স প্রাপ্ত ডিলার রাঙামাটির নানিয়াচরের মেসার্স মজুমদার ট্রেডার্স এসব পণ্য বিক্রয় শুরু করে।
মেসার্স মজুমদার ট্রেডার্স সূত্রে জানা যায় আজ পেঁয়াজ ১ হাজার কেজি, চিনি ৫শত কেজি, ডাল ৫শত কেজি এবং সয়াবিন তেল ৪ শত লিটার আনা হয়। পরবর্তিতে এর পরিমাণ আরো বৃদ্ধি পাবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায় প্রাথমিকভাবে রাঙামাটি ষ্টেডিয়াম এলাকায় টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু হলেও পরবর্তিতে শহরের বিভিন্ন এলাকায় পেয়াজসহ অন্যান্য ভোগ্যপণ্য বিক্রয় করা হবে। এদিকে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির খবর ছড়িয়ে পরলে সকাল থেকে লোকজন পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইনে দাড়িয়ে ন্যায্যমূল্যের পেঁয়াজ সংগ্রহ করেন।
উল্লেখ্য, রাঙামাটিতে বর্তমানে খোলা বাজারে দেশী পেঁয়াজ ২০০-২২০টাকা, তুরস্কের হাইব্রিড পেঁয়াজ বাজার ভেদে ১২০-১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।