শনিবার ● ২৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » পাবনা » সিংড়ায় সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা
সিংড়ায় সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা
সিংড়া (নাটোর) প্রতিনিধি :: বন্ধুত্বের সেতু বন্ধন ও সমৃদ্ধির মাধ্যমে আত্মনির্ভরশীলতা সৃষ্টি এবং সামাজিক অবক্ষয় রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের সিংড়ায় তৃণমূল বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ ২২ জানুয়ারী শুক্রবার রাতে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়৷
এতে সভাপতিত্ব করেন, তৃণমূল বন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক মোল্লা মোঃ এমরান আলী রানা৷ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম,শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুত্ফুল হাবিব রুবেল, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রাজু৷
এসময় উপস্থিত ছিলেন, তৃণমূল বন্ধু ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক রাজু আহমেদ, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান তোহা, আকতার হোসেন সহ মোসত্মাফিজুর রহমান, সেলিম হোসেন,রেজাউল করিম রেজা, সালাউদ্দিন আল আজাদ ছানা,রমিজুল করিম,বকুল হোসেন,রাজ্জাক হোসেন প্রমুখ৷
আলোচনা সভা সঞ্চালনা করেন, তৃণমূল বন্ধু ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান৷
সভায় বন্ধুত্বের সেতু বন্ধন ও সমৃদ্ধির মাধ্যমে আত্মনির্ভরশীলতা সৃষ্টি এবং সামাজিক অবক্ষয় রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসুচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়৷