মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে : হুইপ গিনি
সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে : হুইপ গিনি
স্টাফ রিপোর্টার :: জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে। শুধু সাটিফিকেট অর্জনে শিক্ষিত না হয়ে সু-শিক্ষায় শিক্ষিত করতে সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে। তিনি সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরী ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সামাজিক সচেতনাতা সৃষ্টির মাধ্যমে সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রবনতা প্রতিরোধ করতে হবে। তিনি আজ মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার ফলিয়া পুলবন্দী দাখিল মাদ্রাস পরিদর্শন ও নিজস্ব অর্থ্যায়নে শ্রেনী কক্ষ সম্প্রসারন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এনায়েতুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্ত্তী, ফলিয়া পুলবন্দী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুল মান্নান, সুপার মো: আব্দুল লতিফ মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা।
গাইবান্ধায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
গাইবান্ধা :: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো: আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: আবদুল মতিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড; শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি এ্যাড: সেকেন্দার আজম আনাম, সাধারণ সম্পাদক এ্যাড: আনিছ মোস্তফা তোতন ও বিএমএ এর সভাপতি ডা: শহিদুজ্জামান হারুন প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এদিকে দিবসটি উপলক্ষে জেলা জাতীয় সাংবাদিক সংস্থার এক আলোচনা সভা ডিবি রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন আবেদুর রহমান স্বপন।
এছাড়া গোবিন্দগন্জে আন্তর্জাতিক মানবাধীকার দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত সকাল ১১ টায় মহিমাগঞ্জ রোডস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের মধ্যে জিল্লুর রহমান সরকার, প্রভাষক আনারুল ইসলাম, প্রভাষক জিয়াউর রহমান, সাজাদুর রহমান সাজু, শেখ মামুন হাসান, আব্দুল বাতেন লাবু, মুক্তার সরকার, শাহিন খন্দকার, আনিসুর রহমান, নুর মন্ডল বাবু, শিজু মিয়া, আব্দুর রউফ সরকার,আব্দুর রহিম সরকার, মাসুদ, আব্দুর রাজ্জাক, আমিনুল, সমাজ সেবক সেলিম, মোস্তাফিজুর উপস্থিত ছিলেন।
গাইবান্ধায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
গাইবান্ধা :: মরতে মরতে মরতে চাই খালেদা জিয়ার মুক্তি চাই এই স্লোগানকে সামনে রেখে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাদুল্যাপুর থানা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাই, সুন্দরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান সবুজ, ফুলছড়ি থানা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নু, সুন্দরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, সহ মানবাধিকার সম্পাদক মাসুদ রানা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদুন্নবী তিমু, জেলা তাতী দলের আহবায়ক রাশেদুজ্জামান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজালাল সরকার, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুবার রহমান প্রমুখ।
বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, এখন থেকে এই সরকারের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাওয়া হবে না। আইনের মাধ্যমে লড়াই করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করা হবে।