মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন
কাউখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন
কাউখালী প্রতিনিধি :: কাউখালী উপজেলায় বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) এর আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৯ উপলক্ষে এক আলোচনা সভা আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।
প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার, বাসক কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাগরিকা ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান অং প্রু মারমা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিংবাইউ মারমা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, বেতবুনিয়া মডেল ইউপি চেয়ারম্যান খইচাবাই তালুকদার, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা ও কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাসক কাউখালী উপজেলা শাখার চেয়ারম্যান আবুল হাশেম। বিশেষ বক্তা ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লা পিপিএম। এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাসক কাউখালী উপজেলা শাখার নির্বাহী পরিচালক জালাল আহামদ সহ বাসকের নেতৃবৃন্দ এবং স্থানীয় জন সাধারন সহ সকল শ্রেনী পেশার লোকজন। আলোচনা সভা শেষে পরে উপজেলা সদরে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) এর নতুন অস্থায়ী কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন বাসক কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাগরিকা ইসলাম।
জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ কাউখালী উপজেলার বেতবুনিয়া মুঈনুল উলুম রেজভীয়া সাঈদীয়া দাখিল মাদ্রাসার জাইকার অর্থায়নে নব নির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্ভোধন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, মাদ্রাসার সুপার সহ সংশ্লিষ্ট গন সহ স্থানীয় গন্য মান্য ব্যাক্তি বর্গ গন উপস্থিত ছিলেন।