বুধবার ● ১১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলা » রাঙামাটির বরকলে সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শেষ হয়েছে
রাঙামাটির বরকলে সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শেষ হয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি :: রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বরকল উপজেলার ২ নং বরকল ইউনিয়নের অন্তর্গত বিলছড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন কাপ্তাই লেকে মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক স্কুল ছাত্রদের অংশ গ্রহনে গত ১২ নভেম্বর থেকে ৯ ডিসেম্ব পর্যন্ত মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ গতকাল ১০ ডিসেম্বর মঙ্গলবার সমাপন,সনদপত্র বিতরণ এবং প্রতিভা যাচাই ও দক্ষতা নিরূপনের লক্ষ্যে প্রশিক্ষণোত্তর এক সাঁতার প্রতিযোগিতা আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০ জন সাঁতার প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেছে। প্রশিক্ষণোত্তর সাঁতার প্রতিযোগিতায় জুনিয়র বালক ও সিনিয়র বালক গ্রুপের ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫টি ইভেন্টের প্রতিযোগিতায় মোট ৪০ জন ছাত্র সাঁতার প্রতিযোগী অংশ গ্রহন করেছে। রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে বিলছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন দত্ত চাকমা প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সফল সাঁতার প্রশিক্ষনার্থীদেরকে সনদপত্র ও ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ী প্রতিযোগীদেরকে পুরস্কারসহ অংশ গ্রহনকারী সকল প্রতিযোগীদেরকে ব্যক্তিগত পুরস্কার বিতরণ করেছেন। এতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দসহ স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ প্রদান করেছেন এবং সামগ্রিক অনুষ্ঠানের যোগাযোগ ও প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন বিলছড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আশীষ চাকমা।