শনিবার ● ২৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » ছাত্রলীগের মেধাবি নেতারাই দেশকে নেতৃত্ব দেবে লংগদুতে দীপংকর তালুকদার
ছাত্রলীগের মেধাবি নেতারাই দেশকে নেতৃত্ব দেবে লংগদুতে দীপংকর তালুকদার
ষ্টাফ রিপোর্টার :: জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছাত্র সংগঠন টেন্ডারবাজি, দখলদারিত্ব করতে পারে না, ছাত্রলীগ মেধাবী ছাত্রদের সংগঠন৷ তিনি বলেন, আমার রাজনীতিও ছাত্রলীগ দিয়ে শুরু৷ এরপর আমি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি৷ আজকের ছাত্রলীগের মেধাবি নেতা কর্মীরাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে৷ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লংগদু উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এসব কথা বলেন৷
তিনি আরো বলেন, আমরা যখন ছাত্রলীগ করতাম তখনও পার্বত্য অঞ্চলে জাতীয় রাজনীতির প্রভাব পড়েনি৷ পাহাড়ি শিক্ষার্থী ছাত্রলীগ করার কারণে অনেক নির্যাতনের শিকার হয়েছে৷ বর্তমানেও জেএসএসের কারণে পাহাড়ি ছাত্ররা ছাত্রলীগ করতে পারছে না৷ পাহাড়িরা জাতীয় রাজনীতি করতে চাইলে তাদের হত্যা ও গুম করার হুমকি দেয়৷ তারপরও পাহাড়ে বসবাসকারী সব মানুষের জন্যই উন্নয়নের ধারা অব্যাহত আছে৷ শত বাধা বিপত্তি পেরিয়ে মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করেছে৷ অথচ একটি বিশেষ মহল এ অঞ্চলের উন্নয়নের ধারাকে ব্যহত করতে চাইছে৷
তিনি বলেন, নিজেদের টাকায় পদ্মাসেতু হবে এটা কোনদিন এদেশের মানুষ কল্পনাই করতে পারেনি৷ জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে৷ অর্থনৈতিকভাবে বেশ এগিয়েছে বাংলাদেশ, এমনকি তথ্যপ্রযুক্তি, যোগাযোগসহ বিভিন্ন খাতে অগ্রগতি অর্জন করেছে দেশ৷
বাংলাদেশ ছাত্রলীগ লংগদু উপজেলা শাখার সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক ক্যারল চাকমা, প্রচার সম্পাদক মমতাজ উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল বারেক সরকার, সাধারণ সম্পাদক জানে আলম৷
ছাত্রলীগ নেতা রাকিব হাসানের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ হানিফ রেজা, রাবেতা কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ হৃদয়৷
আলোচনা সভার পূর্বে সকাল দশটায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়৷ এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি দীপংকর তালুকদার কেক কাটার মধ্যদিয়ে ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ বিকেল পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান৷
আপলোড : ২৩ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.২০মিঃ