শনিবার ● ২৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণে মহিলাসহ নিহত ৫
গাজীপুরে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণে মহিলাসহ নিহত ৫
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল কলেজ গেট এলাকায় স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল নামে একটি টায়ার তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণ হয়ে শিক্ষিকাসহ ৫ জনের মৃৃত্যু হয়েছে৷ দগ্ধ হয়েছেন আরও তিনজন৷ তাত্ক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি৷ দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে৷
নিহতরা হলেন, স্থানীয় বারইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সিদ্দিকা জেবুন নেসা, সেলিম মোলস্না, কাউসার৷ বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি৷
২৩ জানুয়ারি শনিবার বিকেল বিকেল পৌনে ৪টার দিকে পূবাইল কলেজ গেইট এলাকায় বিকট শব্দে বয়লারটি বিস্ফোরণ ঘটলে কারখানাটি পুড়ে যায়৷
ঘটনার পর থেকে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷
প্রত্যক্ষদর্শীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, বিকেল বিকেল পৌনে ৪টার দিকে বিকট শব্দে কারখানার বয়লার বিস্ফোরণ ঘটে৷ সঙ্গে সঙ্গে কারখানাটিতে আগুন ধরে যায়৷ এসময় ভয়াবহ আগুনে মুহূর্তেই এক শিক্ষিকাসহ ৫ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান৷
কারখানার ভেতরে ৩০ জন শ্রমিক কাজ করছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন৷ তবে আশঙ্কা করা হচ্ছে কারখানার ভেতরে আরো লাশ পাওয়া যেতে পারে৷
প্রথম দিকে স্বজনদের পক্ষ থেকে এক মহিলাসহ পাঁচজন নিহত হওয়ার দাবি করা হলেও ৫জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস৷ তারা আরো জানান, শিক্ষিকা সিদ্দিকা জেবুন নেসা কারখানাটি পাশ দিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন৷ আগুনে তিনি পুড়ে যান৷ বাকি পাঁচজন এতটায় পুড়ে গেছে যে তাদের চেনা যাচ্ছে না বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান৷
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, ওই কারখানায় পুরোনো টায়ার গলানো হতো৷ বেশ কয়েকজন শ্রমিক প্রতিদিনের মতো কাজ করছিলেন৷ আজ শনিবার বিকালে হঠাত্ করেই সেখানে বয়লার বিস্ফোরণ ঘটে৷ এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ছয়জন নিহত এবং কমপক্ষে আটজন আহত হন৷ আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে পাঠানো হয়েছে৷
আগুনে কারখানার তেলের ড্রাম, মেশিনপত্র ও একটি লরি সম্পূর্ণ পুড়ে যায়৷ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি৷
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, সম্পূর্ণ অনুমোদনহীন ওই কারাখানার বয়লার বিস্ফোরণের কারণ জানা যায়নি৷
গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর রশী আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, ঘটনাস্থলে তিনজন মারা গেছেন৷ গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়৷
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে৷ ঘটনাস্থল থেকে ৫ টি লাশ উদ্ধার করা হয়েছে৷ তবে ভেতরে ধ্বংসস্তুপের মধ্যে আরো লাশ থাকতে পারে৷
অপরদিকে, কারখানায় বয়লার বিস্ফোরণের আগুনে প্রাণহানির ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়৷ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে৷
আপলোড :২৩ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.০০মিঃ