সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » পর্যটন » রাঙামাটিতে পর্যটন দিবস পালন
রাঙামাটিতে পর্যটন দিবস পালন
ষ্টাফ রিপোর্টার :: ২৭ সেপ্টেম্বর : দেশের পর্যটন শহর পার্বত্য চট্টগ্রাম রাঙামাটিতে পর্যটন বিকাশ ও উন্নয়নে পর্যটকদের আকৃষ্ট এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে রোববার বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে পর্যটন শহর রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। জেলা প্রশাসন, পর্যটন কর্পোরেশনের স্থানীয় কর্তৃপক্ষ এবং আবাসিক হোটেল ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজনটি করা হয়।
সকাল ১০টায় রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি শিশুপার্ক গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাঙাামাটি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা জামান। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল প্রমুখ। আপলোড : ২৮ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় রাত ২.২৮মিঃ