রবিবার ● ২৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নির্বাচিত হলেন মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাশেম
মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নির্বাচিত হলেন মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাশেম
মাটিরাঙ্গা প্রতিনিধি :: দেশ ও জাতির অতন্ত্র প্রহরী ও জাতীর গর্বিত সন্তাদের প্রিয় প্রতিষ্ঠান মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অধীনস্ত মাটিরাঙ্গা পৌর কমান্ড’২০১৬ নির্বাচনে কমান্ডার পদে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মো: আবুল হাশেম৷ ১৩ জানুয়ারী শনিবার সকাল ১১টায় মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই ভোট গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়৷ সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত এই ভোট গ্রহন অনুষ্ঠান পরিচালনা করেন,জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা৷ ভোট গ্রহন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: মুনছুর আলী ও পোলিং হিসেবে সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (বিডিআর) ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: খলিল৷ ভোট গ্রহনের পর গনণা শেষে বেলা ২টা ৪০মিনিটের দিকে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মুনছুর আলী মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের নব-নির্বাচিত কমান্ডার মো: আবুল হাশেমকে বিজয়ী হিসেবে ঘোষনা করেন৷ এ সময় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মো: হানিফ হাওলাদার,দপ্তর সম্পাদক মো: মোস্তফা, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম হুমায়ুন কবির,মাটিরাঙ্গা উপজেলার যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আলী আশ্রাফ,মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি এমএম জাহাঙ্গীর আলম,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম,পৌর আ:লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: লুত্ফর রহমান,মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অর্থ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জামাল উপস্থিত ছিলেন৷ উল্লেখ্য,সর্বমোট ৩৭টি ভোটের মধ্যে ৩৬টি ভোট কাষ্ট হলে গননার সময় ৩৫ ভোট বৈধ ১টি ভোট বাতিল হিসেবে গন্য হয়৷ এতে মোট ২১ ভোট পেয়ে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে মুক্তিযোদ্ধা মো: আবুল হাশেম বিজয়ী হন৷ এ সময় জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সনত্মান কমান্ডের নেতৃবৃন্দসহ বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সন্তানরা উপস্থিত ছিলেন৷
প্রসঙ্গত,পুর্বে পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্ব পালন কারী মুক্তিযোদ্ধা মো: মোসলেম উদ্দিনকে ৩২জন মুক্তিযোদ্ধা অনাস্থা দিন৷ তারপর নিয়মানুযায়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড লিখিতভাবে মো: মোসলেম উদ্দিনকে পদচ্যুত কররে মাটিরাঙ্গা পৌর কমান্ডের নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়৷
আপলোড : ২৪ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : দুপুর ২.১০মিঃ