শনিবার ● ১৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাস্তা দখল করে রাউজানে রমরমা অটো সার্ভিস
রাস্তা দখল করে রাউজানে রমরমা অটো সার্ভিস
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে মানুষ চলাচলের রাস্তা দখল করে রমরমা ব্যবসা করে যাচ্ছেন গাড়ি মেরামতের প্রতিষ্ঠান অটো সার্ভিস সেন্টার। রাউজান উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারের রাস্তার দুই পাশে প্রায় অনেক গুলো অটোরিকশা মেরামতের কারকানা খুলে আছেন। রাউজান কাপ্তাই-সড়ক ও রাঙামাটি সড়কের দু-পাশে মানুষ চলাচলের পথ অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে সিএনজি ও অন্যান গাড়ি মেরামতের কারবার। ফলে ঝুঁকি নিয়ে মূল সড়কে নেমে চলাচল করতে হচ্ছে সাধারণ পথচারীদের। এতে এসব গুরুত্বপূর্ণ সড়কের রাস্তা গুলো মানুষ চলাচলের পথ দখলে নিয়ে নানা রকম সমস্যা সৃষ্টি তৈরি করছেন। সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে এসব দোকান নিয়ে কাজ করার কথা থাকলেও মানা হচ্ছেনা নিয়মনীতি। যেমন খুঁশি তেমন করে পথচারীদের হাঁটার রাস্তা দখল নিয়ে কাজ করছেন। এই কাজে শ্রমিক হিসবে কাজে লাগিয়েছেন ছোট শিশুকে। তারা জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার ত্যাগিদে এসব কাজ করতে দেখা যায়। এতে রাস্তার সুন্দর পরিবেশ যেমনি নষ্ট হচ্ছে তেমনি বড় কোনো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ বাজারের রাস্তা সরু হয়ে এখন কিছু কিছু জায়গায় ছোট হয়ে গিয়েছে। মূল সড়ক গুলোতে হাঁটতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ পথচারীরা। আর এভাবে ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছেন অনেকে। এতে যানবাহন চলাচলে নানা সমস্যা তৈরি হচ্ছে। এই বিষয়ে পথচারীদের একাধিক ব্যক্তির সঙ্গে কথা হলে তাঁরা বলেন, রাস্তার দুই পাশে অনেক গুলো গাড়ির মেরামতের দোকান, এসব অটোসার্ভিসের দোকান থাকায় মানুষ চলাচলে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে।