শনিবার ● ১৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আত্রাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আত্রাই পুরাতন স্টেশনে শহীদ মুক্তিযোদ্ধার গনকবরে পুস্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করে।
গতকল শুক্রবার সকালে উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, এসিল্যান্ড মো. আরিফ মুর্শেদ মিশু, ওসি মো. মোসলেম উদ্দিনকে সঙ্গে নিয়ে আত্রাই পুরাতন স্টেশনে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধার গনকবরে পুস্পস্তবক অর্পণ করেন ইউএনও মো. ছানাউল ইসলাম।
এসময় শহীদ মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও মো. ছানাউল ইসলাম ,এসিল্যান্ড মো. আরিফ মুর্শেদ মিশু, ওসি মো. মোসলেম উদ্দিন,যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুস ছালাম, মহিলা বিষয়ক অফিসার মো. মোয়াজ্জেম হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাজেদুর রহমান দুদু, আখতারুজ্জামান,আত্রাই প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমীন প্রমুখ ।
আত্রাইয়ে হানাদার মুক্ত দিবস পালিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলেক্ষে আজ শনিবার আত্রাই রেলওয়ে পুরাতন স্টেশন সংলগ্ন বধ্যভূমিতে বীর শহীদদের আতœার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আরিফ মোর্শেদ মিশু, আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান দুদু শাহ, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ফজলুল হক প্রমুখ।
উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে (১৪ ডিসেম্বর) আত্রাইয়ের বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দীর্ঘ ৯ মাস শসস্ত্র যুদ্ধের পর আত্রাই বিজয় করেন এবং আত্রাই এলাকাকে পাকহানাদার মুক্ত ঘোষণা করেন।