রবিবার ● ১৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলা » বান্দরবানে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ীদের সংবর্ধনা
বান্দরবানে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ীদের সংবর্ধনা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের জেলা পরিষদের পক্ষ থেকে ১৩ তম সাউথ এশিয়ান গেমস ২০১৯ এ কারাতে, জুডো, খো খো ইভেন্টে স্বর্ণপদক বিজয়ী দলের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজ রবিবার ১৫ ডিসেম্বর বিকালে বান্দরবান জেলা পরিষদের আয়োজনে বান্দরবান শহরের অরুন সার্কি টাউন হলে এক অনুষ্ঠানে মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈ হ্লা মারমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আগামীতে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশের খেলোয়াড়রা সাফল্য অর্জন করার লক্ষ্যে পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যারা যারা সহযোগিতা দরকার করা হবে।
এসময় অনুষ্ঠানে কারাতে প্রদর্শনী করে দেখান, কারীমা খাতুন ও নুমে মারমা, উথোয়াই ম্রা মারমা, হোসেন খান এবং আল আমিন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, লে.কর্নেল রাফি, কারাতে ফেডারেশনের জাপানের কোর্চ তেতসোরো কিতামুরা, বান্দরবানের পৌর মেয়র মো. ইসলাম বেবী, কারাতে ফেডারেশন সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু।
অনুষ্ঠান শেষে এসএ গেমসে বাংলাদেশের পক্ষে তিন স্বর্ণজয়ীদের বান্দরবান জেলা পরিষদের পক্ষ হতে প্রতিজনকে এক লক্ষ টাকা সহকারে সংবর্ধনা প্রদান করা হয়। এবং অন্যান্য খেলোয়াড়দের ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়।