রবিবার ● ২৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে খাজাঞ্চী একাডেমীতে কৃতি শিক্ষার্তীদের সংবর্ধনা
বিশ্বনাথে খাজাঞ্চী একাডেমীতে কৃতি শিক্ষার্তীদের সংবর্ধনা
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে জেএসসি পরীক্ষায় ‘খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়’ বিদ্যালয় থেকে জিপিএ-৫ (এ-প্লাস) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে৷ শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মান্নান৷ অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে সংবর্ধিত ৪ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট ও স্কুল ব্যাগ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়৷ অনুষ্ঠানের অতিথিরা বিদ্যালয়ে ২টি কম্পিউটার ও ৪টি সিলিং ফ্যান প্রদান আশ্বাস প্রদান করেন৷
বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও ভূমিদাতা আলহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউকে’র লাইফ মেম্বার ফারম্নক আহমদ, ইছহাক আলী, সহ সভাপতি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছ, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আবদুস শহিদ৷ অনুষ্ঠানের শুরুত কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী দিলোয়ার হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মুরবি্ব সমছু মিয়া, আজম আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নুর উদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শওকত আলী, ফরিদ উদ্দিন, মোস্তাক আহমদ মস্তফা, ইরন আহমদ, সংগঠক সাইদুর রহমান, তাজ উদ্দিন ও আল-আমিন প্রমূখ৷