![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ১৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » ভদন্ত শরণংকর থের রাউজানে আসছেন ১৯ ডিসেম্বর
ভদন্ত শরণংকর থের রাউজানে আসছেন ১৯ ডিসেম্বর
সংবাদ বিজ্ঞপ্তি :: ভদন্ত শরণংকর থের রাউজান উত্তর ডাবুয়া বেণুবন বিহার প্রাঙ্গনে আগমন উপলক্ষে ৯ম ধুতাঙ্গ বর্ষপূরণ, একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান আগামী ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দুদিন ব্যাপি অনুষ্ঠানের প্রথমদিন সন্ধ্যা ৬টায় পূজনীয় ধুতাঙ্গ ভান্তের শুভাগমন, ২য় দিন সকাল ৯টায় পূজনীয় ধুতাঙ্গ ভান্তে সহ স্বশিষ্য পিন্ডাচরণ, সকাল ১০টায় প্রাজ্ঞ ভিক্ষু সংঘের উপস্থিতিতে অষ্টপরিস্কারসহ মহাসংঘদান, দুপুর ১২টায় পূজনীয় ধুতাঙ্গ ভান্তে মহোদয়ের একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান।
এহেন পূণ্যময় অনুষ্ঠানে উপস্থিতি কামনা করেছেন সভাপতি তালুকদার রূপন বড়ুয়া, সাধারন সম্পাদক বিশ্বজিত বড়ুয়া,প্রধান সমন্বয়কারী লায়ন রূপন বড়ুয়া ও অর্থ সম্পাদক তালুকদার অশোক বড়ুয়া ।