সোমবার ● ১৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার :: আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। লাখো শহীদদের ত্যাগের বিনিমিয়ে রক্তে রঙিন লাল আর সবুজে ঘেরা বাংলাদেশ হয় শত্রুমুক্ত। দেশের জন্য আত্মদানকারী বাংলাদেশের ৭ জন বীরশ্রেষ্ঠ, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা বোনদের বাংলাদেশের প্রতিটি মানুষ স্মরন করছে স্বশ্রদ্ধ চিত্তে । সেই ত্যাগী মহিয়ান শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রাঙামাটি পার্বত্য জেলায় মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিন্রম শ্রদ্ধা জ্ঞাপন করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়েছে।
দিনের প্রথম প্রহরে রাঙামাটি জেলা প্রশাসন, জেলা কমান্ড/ মুক্তিযোদ্ধা কল্যান সমিতি, জেলা পুলিশ সুপার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি পৌরসভা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি মেডিকেল কলেজ, দুদক রাঙামাটি, যুগ্ম পরিচালক এনএসআই,গণর্পূত অধিদপ্তর রাঙামাটি, সদর উপজেলা পরিষদ, সদর উপজেলা প্রশাসন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ক্ষুদ্র কুাটর শিল্প কর্পোরেশন, মৎস্য উন্নয়সন কর্পোরেশন, পর্যটন হলিডে কমপ্লেক্স, রাঙামাটি, রাঙামাটি প্রেস ক্লাব, বাংলাদেশ আনসার ভিডিপি, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, রাঙামাটি যান্ত্রিক পরিবহন বহুমুখি সমিতি, টংগ্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর, বাংলাদেশ স্কাউটস, রাঙামাটি, নৃ-বিজ্ঞান বিভাগ সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়, জাতীয় মহিলা সংস্থা, রাঙামাটি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ শ্রমিক লীগ, বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমবায় সমিতি,স্বাধীনতা নার্সেস পরিষদ রাঙামাটি, এনজিও ফেডারেশন, বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন, অনলাইন ব্লাড ব্যাংক জীবণ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও অঙ্গ সংগঠন, জেলা জাতীয় পার্টি, জেলা বিএনপি ও অঙ্গসংগঠন, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ও উদ্ভাস রাঙামাটি সকাল ৭টা পর্যন্ত রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া রাঙামাটির পুরো শহরের অলিগলি থেকে শুরু করে পুরো রাজপথ শহীদ মিনারের উদ্দেশ্যে পুষ্পমাল্য হাতে যাত্রারত রয়েছে না রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, জেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা, পেশাজীবি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, বেসরকারী উন্নয়ন সংস্থা(এনজিও), রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়া কর্মীদের সংগঠন ও মানবাধিকার সংস্থা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি বিন্রম শ্রদ্ধার সহিত তাদের নিজনিজ সংগঠনের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রারত দেখা গেছে ।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাঙামাটির মারী ষ্টেডিয়ামে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে কুচকাওয়াজের সালাম যৌথবাবে গ্রহন করে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ও জেলা পুলিশ সুপার আলমগীর কবির। সালাম গ্রহন শেষে যৌথভাবে কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজ পরিদর্শন শেষে রাঙামাটি জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে উপভোগ করেন। এসময় রাঙামাটি মারী ষ্টেডিয়ামে হাজার হাজার দর্শক মহান বিজয় দিবসের অনুষ্ঠান উপভোগ করেন।
বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা প্রদান
রাঙামাটি :: দেশে যুদ্ধাপরাধীদের বিচার হলেও স্বাধীনতা বিরোধী চক্র এখনও স্বক্রিয়। তারা এখনো দেশকে অস্থতিশীল করতে গোপনে কাজ করে চলেছে বলে মন্তব্য করেছেন রাঙামটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
আজ সোমবার ১৬ডিসেম্বর সকালে বিজয় দিবসে রাঙামটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত রাঙামাটির বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান এ কথা বলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন ব্যহৃত করতে উঠে পরে লেগেছে। তিনি কোন ষড়যন্ত্রককারী গোষ্ঠী যাতে দেশকে পিছিয়ে নিতে না পারে সে জন্য মুক্তিযোদ্ধা’সহ দেশপ্রিয় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা হাজী মো. কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা, রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রোবার্ট রোনাল্ড পিন্ট, রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদ (সদর) এর কমান্ডার মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল শুক্কুর বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন রাঙামটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ।
এ সময় রাঙামটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা, পরিষদের সদস্য ত্রিদিপ কান্তি দাশ, পরিষদের সদস্য অমিত চাকমা রাজু, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য মনোয়ারা জাহান, পরিষদ সদস্য থোয়াইচিং মারমা, পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, পরিষদ সদস্য রেলমলিয়া পাংখোয়া’সহ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন ব্যহৃত করতে উঠে পরে লেগেছে। তিনি কোন ষড়যন্ত্রকারী গোষ্ঠী যাতে দেশকে পিছিয়ে নিতে না পারে সে জন্য মুক্তিযোদ্ধা’সহ দেশপ্রিয় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে রাঙামাটির ৬শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের হাতে ৩হাজার, ৫৬জন বীর মুক্তিযোদ্ধাকে ১হাজার ৫শত এবং ৩০জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারকে ১হাজার ৫শত টাকা করে প্রত্যোককে সম্মাননা ভাতা ও প্রত্যোককে একটি করে শীতবস্ত্র প্রদান করেন পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য অতিথিরা।
এদিকে মহন বিজয় দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির উদ্দ্যেশে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন
কাউখালী :: কাউখালী উপজেলা প্রশাসনের আযোজনে মহান বিজয় দিবস -২০১৯ আজ সোমবার উপজেলা প্রশাসন মাঠে উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সুর্য্যােদয়ের সাথে সাথে কাউখালী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে উপজেলা পরিষদ পরে উপজেলা প্রশাসন, কাঊখালী থানা পুলিশ, কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,কাউখালী উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংঘঠন, উপজেলা বিএনপি ও তার সহযোগি অংগ সংঘঠনের পক্ষ হতে এবং কাউখালী উপজেলা প্রেস ক্লাব, কাউখালী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় , উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কেজি স্কুল সহ বিভিন্ন প্রতিষ্টানের পক্ষ হতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য প্রদান করা হয়।
পরে উপজেলা প্রশাসন মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, এ সময় জাতীয় পতাকা মনচে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার, কাউখালী আর্মি ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন আজমাইন, থানার অফিসার ইনচার্য মোঃ শহিদ উল্লা পিপিএম। পরে প্যারেট ও কুচকাওয়াজ অনুষ্টিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনের বিজয় মন্েচ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী।এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস- চেয়ারম্যান অং প্রু মারমা, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান নিংবাইউ মারমা,আ”লীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ এরশাদ সরকার, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লা পিপিএম, মুক্তিযোদ্ধা বাহার মিয়া, মুক্তিযোদ্ধা মাহবুবল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংবর্ধনা কমিটির আহবায়ক উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) কাজি শফিকুল ইসলাম।
আলোচনা সভার শুরুর পুর্বে বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ হতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা পরিষদের প্ক্ষ হতে প্রধান অতিথি কর্তৃক সম্মাননা পুরুস্কার তুলে দেওয়া হয়। অপরদিকে উপজেলা প্রশাসন মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে স্কুল,কলেজ, মাদ্রাসার ছাত্র,ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকাল বেলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলে দিনব্যাপি কর্মসুচির বিভিন্ন বিষয়ের উপর বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়।