সোমবার ● ১৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গাদের ভারে নুয়ে পড়েছে পালংখালীর জনপদ
রোহিঙ্গাদের ভারে নুয়ে পড়েছে পালংখালীর জনপদ
উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ার পালংখালী রোহিঙ্গাদের ভারে নূঁয়ে পড়েছে। প্রতিনিয়ত রোহিঙ্গাদের চাপে হিমশিম খাচ্ছে স্থানীয় জনগোষ্টি। রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দিতে গিয়ে স্থানীয়রা আজ ভিটে-মাটি, সহায়-সম্পত্তি, ফসলী জমি হারিয়ে নি:স্ব।
মিয়ানমার থেকে পালিয়ে আসা মানবিক কারণে আশ্রিত রোহিঙ্গাদের ৭৫শতাংশ ত্রাণ সহায়তা দিলেও স্থানীয়দের ক্ষেত্রে ২৫ শতাংশ বাস্তবায়ন হচ্ছে না। এছাড়া চাকরির ক্ষেত্রেও স্থানীয় শিক্ষিত যুবকদের নিয়োগ দেয়া হচ্ছে না। এমনকি গার্ডের চাকরিতেও না। সেখানে নিয়োজিত করা হচ্ছে রোহিঙ্গা ও বহিরাগতদের। রোহিঙ্গারাও মুসলিম হিসেবে আমাদের ভাই। তাদের সাথে স্থানীয়দের শান্তিপূর্ণ সহাবস্থান থাকলেও এনজিও গুলো চরম বৈষম্য করছে। ফলে স্থানীয়দের মাঝে বিরূপ প্রভাব পড়ছে। এ ব্যাপারে ক্যাম্প ইনচার্জ এর মাধ্যমে রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের হস্তক্ষেপ কামনা করে একাধিকবার দাবী উত্থাপন করা হলেও সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি।
আজ ১৬ ডিসেম্বর সকাল ১০টায় শফিউল্লাহ কাটা হোষ্ট কমিউনিটি সঞ্চয় ও ঋণদান সমিতির ব্যানারে উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প-১৬ এর সিআইসি অফিসের সামনে স্থানীয় ক্ষতিগ্রস্থ নারী-পুরুষের অংশগ্রহণে র্যালী ও বিজয়ের শ্লোগান দিয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একেএম সাইফুল ইসলাম উপরোক্ত কথা গুলো বলেছেন।
সমাবেশে সভাপতিত্ব করেন এসএমজি মুফিজ উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল আলা, ছৈয়দ করিম, খাইরুল বশর, আল নোমান, রমজান আলী, এসএম শাহ বাবুল ইসলাম, আবু তৈয়ব, কামাল হোছন, আব্দু ছাত্তার, জামাল হোছন, বেলাল উদ্দিন, মহিউদ্দিন, বেলাল উদ্দিন ও আবু তাহের প্রমুখ।
উখিয়া কলেজে মহান বিজয় দিবস পালিত
উখিয়া :: কক্সবাজারের উখিয়া’র সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, র্যালীত্তোর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত কুমার দাশ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আহমদ ফারুক, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সবুজ শাহরিয়ার, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহ আলম, সমাজ বিজ্ঞান বিভাগীয় প্রধান আলমগীর মাহমুদ, ইতিহাস বিভাগের অধ্যাপক তহিদুল আলম, জীব বিজ্ঞানের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন ও বাংলা বিভাগের অধ্যাপক ছৈয়দ আকবর প্রমুখ।
শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। অনুষ্টান সঞ্চালনা ও মহান বিজয় দিবস বাস্তবায়নে দায়িত্বে ছিলেন অর্থনীতির প্রভাষক জালাল আহমদ, সমাজ বিজ্ঞানের প্রভাষক আমানত উল্লাহ সাকিব ও কম্পিউটার বিষয়ের প্রদর্শক প্লাবন বড়–য়া।