বুধবার ● ১৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়ায় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বগুড়ায় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আল আমিন মন্ডল,বগুড়া প্রতিনিধি :: অবসান হোক বৈষম্যের এই শ্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে বগুড়ায় ব্যাপক উৎসব-উদ্দিপনায় পালিত হলো সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী।
জনপ্রিয় অনলাইন পত্রিকা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার বড়গোলায় দৈনিক মুক্তবার্তা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে’র সাবেক সহকারী মহাসচিব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি এবং দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক মীর্জা সেলিম রেজা।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কম এর জেলা প্রতিনিধি আল আমিন মন্ডলের পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম কাওছার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহ সভাপতি আঃ ছাত্তার, সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক ইনডিপেনডেন্ট পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজ মন্ডল, জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, ইভটিজিং প্রতিরোধ জাতীয় কমিটি বগুড়া জেলা শাখার সভাপতি ও লেখক প্রভাষক আলহাজ্ব মোস্তাকিম হোসাইন, সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির যুগ্ম সম্পাদক সেলিম রেজা সানু, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ও ‘ঊষা’ নির্বাহী পরিচালক ও পরিবেশ কর্মী ফজলুল হক বাবলু। আরো বক্তব্য রাখেন সুজন নেতা ও সাংবাদিক প্রভাষক শফিকুল ইসলাম, দৈনিক মহাস্থান পত্রিকার বার্তা সম্পাদক মীর্জা সাগর রেজা, দৈনিক মুক্তবার্তা পত্রিকার ষ্টাফ রিপোর্টার মীর্জা সালমান রেজা, জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির দপ্তর সম্পাদক হারুনুর রশিদ বিপ্লব, বগুড়া প্রেস ক্লাবের সদস্য গোলজার হোসেন মিঠু, গাবতলী উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ বাবু, আব্দুল আজিজ যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জুলফিকার আলী শুভ, সাংবাদিক সাখাওয়াত হোসেন, তরুন সমাজসেবক ডাঃ জিল্লুর রহমান, রাসেল আহম্মেদ ও ইসরাফিল হোসেন’সহ সাংবাদিক নেতৃবৃন্দ প্রমূখ। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করা হয়।
এছাড়াও কাগইল এলাকায় মেধাবী শিক্ষার্থী ও ভূমিহীনদের মাঝে বৃক্ষের চারা গাছ বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় বক্তাগন বলেন, সারাদেশে সাংবাদিকদের উপর হওয়া নিযার্তন, গুম, হত্যা বন্ধ’সহ সুষ্টুতদন্ত সাপেক্ষে বিচার ও সকল সাংবাদিকদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করা হয়। এছাড়াও সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ও কল্যাণ তহবিল গঠনের প্রস্তাব’সহ সিদ্ধান্ত হয়েছে।