বুধবার ● ১৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় যুক্ত করা চরম দায়িত্বহীনতা ও অর্বাচিন আচরণ : সাইফুল হক
মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় যুক্ত করা চরম দায়িত্বহীনতা ও অর্বাচিন আচরণ : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় অন্তর্ভূক্ত করে রাজাকারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চরম দায়িত্বহীনতা ও অর্বাচিন আচরণের বহিঃপ্রকাশ। তিনি চরম ক্ষোভের সাথে উল্লেখ করেন ৭১’র শহীদ পরিবারের সদস্য এবং স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নাম কিভাবে ও কারা রাজাকারের তালিকায় যুক্ত করেছে তার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। রাজাকারের এই তালিকার পিছনে কোন রাজনৈতিক দুরভিসন্ধি রয়েছে কিনা তাও খতিয়ো দেখা দরকার। তিনি যেসব মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় যুক্ত করা হয়েছে অনতিবিলম্বে তা প্রত্যাহার করে সংশ্লিষ্ট পরিবারসমূহ ও মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ৪৯ বছর ধরে প্রয়োজনীয় যাচাই-বাছাই না করে কিভাবে দায়সারাভাবে এই তালিকা প্রকাশ করে তা রীতিমত বিস্ময়কর। তিনি পক্ষপাতহীন ভাবে এই তালিকা সংশোধনের আহ্বান জানান।
আজ বিকালে পার্টির নারায়নগঞ্জ জেলার বর্ধিত সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। চাষাড়ায় পার্টির জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, জেলা কমিটির সদস্য রাশিদা বেগম, শহীদুল ইসলাম নান্নু, সাইফুল ইসলাম, রোকসানা আক্তার, আইয়ুব আলী, আঙ্গুর মিয়া প্রমুখ।
সভায় সাইফুল হক কেরানীগঞ্জ ও গাজীপুর কারখানায় অগ্নিদগ্ধ হয়ে ৩০ জন শ্রমিকদের করুণ মৃত্যুকে হত্যাকা- হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন অধিকাংশ কারখানা এখনও এক ধরনের মৃত্যুকুপ হয়ে আছে। তিনি অনতিবিলম্বে কারখানায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তিনি নিহত ও আহতদের পরিবারের উপযুক্ত পুনর্বাসনেরও দাবি জানান।
সভায় গৃহীত এক প্রস্তাবে ভোট ডাকাতির প্রতিবাদে আগামী ৩০ ডিসেম্বর বাম জোট আহুত দেশব্যাপী ‘কালো দিবস’ পালনের আহ্বান জানানো হয়। প্রস্তাবে ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীকে কালো দিবসের সমাবেশ-বিক্ষোভে অংশ নেবারও আহ্বান জানানো হয়।
সভার শুরুতে অগ্নিকান্ডে নিহত শ্রমিক ও খালিশপুরে অনশনরত দুই শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।