বুধবার ● ১৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাট প্রেসক্লাব নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রার্থীদের মনোনয়নপত্র জমা
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রার্থীদের মনোনয়নপত্র জমা
বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনের মনোনয়নপত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জমা দিয়েছেন প্রার্থীরা। গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্ধারিত সময়ে বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে গত ১৫ ডিসেম্বর রবিবার সকাল ১১টা থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। শেষ দিন ১৬ ডিসেম্বর রাত ৮ টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহকারী এবং তাদের শুভানুধ্যায়ীদের পদচারণায় মূখর হয়ে ওঠে বাগেরহাট প্রেসক্লাব প্রঙ্গন।
মঙ্গলবার যেসব পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা পড়েছে, সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সহ সাধারণ সম্পাদক পদে ১ জন, অর্থ সম্পাদক পদে ১ জন, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ১ জন, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১ জন, দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে ১ জন ও নির্বাহী সদস্য পদে ৬টি মনোনয়নপত্র জমা জমা পড়েছে।
বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন কমিশুনার লিটন সরকারের এ এসব তথ্য জানিয়েছে। তিনি আরো জানান এ দুই দিনে ১৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে ।
আজ ১৮ ডিসেম্বর বুধবার মনোনয়নপত্র বাছাই এবং (১৯ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪টা প্রার্থীতালিকা প্রকাশ ও ২০ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টা থেকে ২১ ডিসেম্বর শনিবার বিকাল ৪ টা পযন্ত প্রার্থীতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর সোমবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন চলবে ভোট গ্রহণ। এরপর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।