শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ৪০ বছর পর শ্মশানের জায়গা বুঝিয়ে দিল প্রশাসন ●   নগদ টাকা ও স্বর্ণালংকার সহ আত্মসাৎকারী নিউটন গ্রেফতার ●   কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি ●   চুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালা ●   খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান ●   বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ ●   খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ●   মাটিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত ●   অদম্য সেরাদের সেরা আইডল অন্বেষণ-২০২৪ শুরু ●   ঘোড়াঘাটে যৌথ বাহিনীর অভিযান অস্ত্রসহ যুবক আটক ●   রাঙমাটি জেলা পরিষদে থেকে আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করার দাবীতে মানববন্ধন ●   ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারে গুরু আচারিয পূজা ও সংঘদান অনুষ্ঠান সম্পন্ন ●   নবীগঞ্জে মোবাইল চুরির হিড়িক ●   বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিক কারখানায় জনবল সংকট ●   সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল ●   মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী ●   বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা ●   বিনা প্রয়োজনে রেললাইন স্টেশন স্থাপনে অর্থ লুটপাট : রেল উপদেষ্টা ●   ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব ●   গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ●   ঘোড়াঘাটে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে বিএনপির মতবিনিময় ●   নবীগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ●   নতুন নির্বাচন কমিশন নাসির উদ্দীন ●   আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী ●   যমুনা রেলওয়ে সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে : নির্মাণে ৫০ কোটি টাকা সাশ্রয় ●   ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ●   মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন ●   চুয়েটে রিসার্চ বেজড টিচিং-লার্নিং ফর ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ●   আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
রাঙামাটি, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » কিশোরীকে ধর্ষণ জোরপূর্বক বাল্য বিয়ে : ছেলে আটক
প্রথম পাতা » সকল বিভাগ » কিশোরীকে ধর্ষণ জোরপূর্বক বাল্য বিয়ে : ছেলে আটক
বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিশোরীকে ধর্ষণ জোরপূর্বক বাল্য বিয়ে : ছেলে আটক

---স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে ১৬ বছর বয়সি কলেজ পড়ুয়া কিশোরীকে লন্ডনি পিতা কর্তৃক জোরপূর্বক যুবকের সঙ্গে বিয়ে দেয়া ও ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ পেয়ে থানা পুলিশ গতকাল বুধবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাঝগাঁও (সিংগেরকাছ) গ্রামের বদরুল আলমের বসত ঘর থেকে ভিকটিমকে উদ্ধার ও যুবক আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় ওই কিশোরী বাদী হয়ে বিশ্বনাথ থানায় পিতাকে প্রধান আসামি করে আটক যুবক ও আরও দুইজনের নাম উল্লেখ করে ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামি রেখে থানায় বাল্য বিবাহ প্রতিরোধ দমন আইনে ও ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা নং ২৭ (তাং ১৯.১২.১৯ইং)
মামলার অভিযুক্তরা হলেন-উপজেলার মাঝগাঁও (সিংগেরকাছ) গ্রামের মৃত আবদুল মুতলিবের ছেলে কিশোরীর পিতা আবদুল ওয়াজির বাবুল (৫০), একই গ্রামের মুক্তার আলীর ছেলে আটক যুবক বদরুল আলম (২৯), সিলেটের দক্ষিণ সুরমা থানার কিজিরপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে রাজিব (৩০), সিলেট শহরের হাওয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত করিম উল্লার ছেলে দিলোয়ার হোসেন (৪৪)। আটক যুবক বদরুল আলমকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ।
থানায় দায়েরকৃত এজাহারে কিশোরী উল্লেখ করেন, বাদী সিলেট মদন মোহন কলেজের ব্যবসায়ী বিভাগের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্রী। প্রধান অভিযুক্ত যুক্তরাজ্য প্রবাসী আবদুল ওয়াজির বাবুল তার (বাদীর) পিতা। বাদীর পিতা ৬/৭টি বিয়ে করেছেন। আবদুল ওয়াজির বাবুলের দ্বিতীয় স্ত্রীর সন্তান বাদী। বিয়ের পর বাদীর মাতাকে তার পিতা কোনো দিনে বাড়িতে নিয়ে যাননি। বাদীর জন্ম তার নানার বাড়িতে হয়। বাদীর বয়স যখন ৫-৬ বছর, তখন তার মায়ের সঙ্গে পিতার বিয়ের বিচ্ছেদ ঘটে। বর্তমানে বাদী সিলেট মদনমোহন কলেজে একাদশ শ্রেনীতে লেখা পড়া করে আসছেন। বাদীর পিতা মাঝেমধ্যে তার (বাদীর) সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে খোঁজ খবর নেন। গত ৩১.১০.১৯ইং তারিখে বাদীর পিতা লন্ডন থেকে সিলেট নগরীর হাওয়া পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় উঠেন। ঐদিন সকালে বাদীকে তার পিতা আবদুল ওয়াজির বাবুল জানান তিনি লন্ডন থেকে দেশে এসেছেন এবং আজকেই তোমাকে (বাদীকে) নিয়ে তার বাসায় আসব। ঐদিন সন্ধ্যায় বাদীর পিতা ও অপর অভিযুক্ত রাজিব অজ্ঞাত আরও ৩জন একটি নোহা গাড়ি নিয়ে বাদীর নানার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক থানার পাইগাঁও গ্রামে গিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাদীর নানা-নানীকে বুঝে তাকে (বাদীকে) লন্ডন নিয়ে যাবে এবং কিছু কাগজপত্র প্রস্তুত করতে হবে এ আশ্বাস দিয়ে বাদীকে নিয়ে আসেন পিতা। গত ৫ নভেম্বর সকালে বাদীকে তার পিতা জানান, তোমার লন্ডন যাওয়ার সময় হয়ে গেছে, কিছু কেনা কাটার প্রয়োজন, তুমি আমার সঙ্গে মার্কেটে যাবে। বাদী তার পিতার সরলমনে তিনি মার্কেটে যান এবং সেখানে কিছু কাপড় কেনা কাটা করেন। গত ১০নভেম্বর দুপুরে বাদীর পিতার আত্বীয়-স্বজন ও সহযোগি লোকজনসহ অভিযুক্ত বদরুল আলমকে নিয়ে বাদীর পিতার বাসায় আসেন। এসময় বাদীকে অভিযুক্ত বদরুল আলমের সঙ্গে বিয়ের পিড়িতে বসার কথা বলেন (বাদীর) পিতা। এতে বাদী তার বিয়ের বয়স হয়নি বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে বাদীর পিতা তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে নেন। যাতে বাদি কার সাথে যোগাযোগ করতে না পারেন। এক পর্যায়ে বাদীকে অবরুদ্ধ করে বাদীর পিতা অভিযুক্ত বদরুল আলমসহ অন্য অভিযুক্তরা বিভিন্নভাবে বাদীকে প্রলোভন দেখিয়ে চাপ প্রয়োগ করে বাদীকে বিবাহ করতে বাধ্য করা হয়। গত ১০ নভেম্বর কাজী ডেকে এনে জোরপূর্বক অভিযুক্ত বদরুল আলমের সঙ্গে সিলেট নগরীর একটি হোটেলে বাদীকে বিয়ে দেয়া হয়। ওই রাতে বাদীকে অভিযুক্ত বদরুল আলম তার বাড়ি বিশ্বনাথের মাঝঁগাও (সিংগেরকাছ) গ্রামের বসত ঘরে রাখে। এসময় অভিযুক্ত রাজিব ও দিলোয়ার হোসেন বাদীকে বলেন তোমার বিয়ে হয়েছে তাই বদরুল আলমের সঙ্গে এ রুমে তোমাকে থাকতে হবে। এই বলে অভিযুক্ত বদরুল আলম ছাড়া অন্য অভিযুক্তরা রুম থেকে বের হয়ে যায়। ওই রাত আনুমানিক দেড়টার দিকে অভিযুক্ত বদরুল আলম বাদীর সঙ্গে শারীরিক মেলামেশা করতে চাইলে বাদী তাতে অনিহা প্রকাশ করেন। এক পর্যায়ে বাদীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বাদীকে অভিযুক্ত বদরুল আলম ধর্ষণ করে। গত ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ওই রুমে বাদীকে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে অভিযুক্ত বদরুল আলম দিনে ও রাতে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি বাদী তার নানা-নানীকে মোবাইল ফোনে জানান। পরে বাদীর নানা-নানী অভিযুক্ত বদরুল আলমের বাড়িতে আসেন। এসময় বাদীর সঙ্গে তার নানা-নানীর দেখা করলেও তাদের তাৎক্ষনিক বাড়ি থেকে বের করে দেয়া হয়। গত বুধবার পুণরায় বাদীর নানা-নানী অভিযুক্ত বদরুল আলমের বাড়িতে আসলে তাদের অশ্লীল ভাষায় গালি-গালাজ করা হয়। এক পর্যায়ে বিশ্বনাথ থানা পুলিশকে খবর দিলে পুলিশ অভিযুক্ত বদরুল আলমের বসত ঘর থেকে বাদীকে উদ্ধার ও বদরুল আলমকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্তরা বাদী অপ্রাপ্ত বয়স্ক হওয়া শর্তেও জেনে শুনে বাদীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বিবাহ দেয়াসহ আটক রেখে ধর্ষণ করা হয় বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন।
ভিকটিম উদ্ধার ও যুবক আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা ও থানার এসআই মিজানুর রহমান মিজান বলেন, ভিকটিম বাদী হয়ে আটককৃত যুবকসহ আরও ৩ জনের নাম উল্লেখ করে থানায় বাল্যবিবাহ প্রতিরোধ দমন আইনে ও ধর্ষণ মামলা দায়ের করেছেন। আটক যুবক বদরুল আলমকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

বিশ্বনাথ পৌরসভার ‘প্রশাসক’ হলেন ইউএনও বর্ণালী পাল

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ফারজানা মান্নান আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারকে নিয়োগ প্রদান করা করেন।প্রজ্ঞাপনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকার উপজেলা নির্বাহী অফিসারকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯, এর ৪২ ধারায় (১) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে বিশ্বনাথ পৌরসভার প্রশাসক নিয়োগ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল বলেন, আমার কাছে এখনও কোন কাগজপত্র আসেনি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. নুনু মিয়া বলেন, বিশ্বনাথ পৌরসভার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নিয়োগ দেয়া হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)