![রাঙামাটিতে মডেল মসজিদ নির্মাণ কাজের তদারকি](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/7500-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে ট্রাকের ধাক্কায় দুই মটরবাইক আরোহী গুরুতর আহত
সিলেটে ট্রাকের ধাক্কায় দুই মটরবাইক আরোহী গুরুতর আহত
সিলেট প্রতিনিধি :: আজ শুক্রবার ২০ ডিসেম্বর প্রথম প্রহর রাত ১টার সময় তীব্র শৈত্যপ্রবাহের কারনে যখন চতুর্দিকে নিরবতা বিরাজ করছে তখনই বেপোরয়া ট্রাকের গর্জনে কম্পিত হলো আম্বরখানার রাজপথ। বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটর বাইকসহ গুরুতর আহত হলেন দুই ছাত্রলীগ কর্মী। গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ২ জনের মধ্যে আকাশ ঘোষের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
গুরুতর আহত দুই ছাত্রলীগ কর্মী হলেন- ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সিলেট সরকারি কলেজের ছাত্র আকাশ ঘোষ (২২) ও সিলেট মদন মোহন কলেজের ছাত্রলীগ নেতা আরিয়ান খান তালহা (১৯)।
মটরবাইককে চাপা দিয়ে ঘাতক ট্রাকের চালক পালানোর চেষ্টা করলে সাধারণ জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে ট্রাক চালক এয়ারপোর্ট থানা হেফাজতে আছে।