রবিবার ● ২৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন,চাউল ও নগদ অর্থ বিতরণ
রাঙামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন,চাউল ও নগদ অর্থ বিতরণ
ষ্টাফ রিপোর্টার :: গত ১৩ জানুয়ারী বিকাল সাড়ে ৪ টায় স্থানীয় পরিতোষ চাকমার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে রাঙামাটি শহরের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) সড়ক এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৬ টি ঘর পুরে ছাই হয়ে যায়৷ এই অগ্নিকান্ডে ২৪ টি পরিবার ১৬ টি ঘর ও ৮৬ জন লোকের প্রায় ১ কোটি টাকার উর্ধে ক্ষতি হয়েছে৷
২৪ জানুয়ারী রবিবার বিকাল ৫টায় সদর উপজেলা পরিষদ কার্যালয়ে রাঙামাটি জেলা প্রশাসকের ত্রান তহবিল থেকে রাঙামাটি সদর উপজেলা পরিষদের মাধ্যমে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন,চাউল এবং নগদ অর্থ বিতরণ করা হয়৷
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন,চাউল এবং নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন৷
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা,ভাইস চেয়ারম্যান রিতা চাকমা,সদর উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন ও সদর উপজেলা ভুমি কর্মকর্তা সোহেল পারভেজ৷
ক্ষতিগ্রস্থরা হচ্ছেন: সুন্দ্রসেন চাকমা, মনতোষ চাকমা, পরিতোষ চাকমা, রিতেশ চাকমা, রৌশ চাকমা,সুভাশীষ চাকমা, ডুলেখর চাকমা, রাসেল চাকমা, জাতীয় পার্টি (এরশাদ) জেলা কমিটির সাধারন সম্পাদক প্রজেশ চাকমা, রিন্টু চাকমা, রিগেন চাকমা( বড়), রাসেল চাকমা, (পায়রা বাপ), চিক্ষ চাকমা, তপন তঞ্চঙ্গ্যা, মমতা চাকমা, বিনয় চাকমা, কেতন চাকমা, শানত্ম চাকমা, পলাশ চাকমা, সায়রাজ চাকমা, নিলক চাকমা, আশাপুর্ণ চাকমা ও নবোদয় চাকমা৷
এদের ভিতর রাঙামাটি জেলা প্রশাসকের ত্রান তহবিল থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ভিতর ঘরের মালিক ৮টি পরিবার প্রত্যককে ২বান ঢেউটিন,২০কেজি চাউল নগদ ৬ হাজার টাকা এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ভিতর ভাড়াটিয়াদের ১৬টি পরিবার প্রত্যককে ২০ কেজি চাউল নগদ ৩ হাজার টাকা বিতরন করা হয়৷
আপলোড : ২৪ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৪০মিঃ