শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » বেণুবন বিহার প্রাঙ্গণে ভদন্ত শরণংকর থের’র একক ধর্ম দেশনা
বেণুবন বিহার প্রাঙ্গণে ভদন্ত শরণংকর থের’র একক ধর্ম দেশনা
রাউজান :: চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে আজ শুক্রবার ২০ ডিসেম্বর সুকণ্ঠের অধিকারী, ভারত-বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত সাধক প্রবর, একবিংশ শতাব্দীর স্বধর্মের আলোকবর্তিকা, আত্মমুক্তির কঠিন সাধনায় নিমগ্ন ধুতাঙ্গ সাধক ভদন্ত শরণংকর থের’র একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠান উত্তর লাঠিছড়ি বেণুবন বিহার প্রাঙ্গণে ত্রিপিঠক বিশারদ ভদন্ত প্রিয়দর্শী মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই ভদন্ত শরণংকর থেরকে বাংলাদেশের বিভিন্ন বিহারের পক্ষ থেকে পুস্প এবং ক্রেষ্ট দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তাছাড়া ধুতাঙ্গ সাধক পরম পূজনীয় ভদন্ত শরণংকর থেরকে ৭০ লক্ষ টাকা দামের গাড়ি দান করেন আইডিয়াল ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান স্বপন লাল চৌধুরী,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লায়ন রুপন বড়ুয়া।
ভদন্ত শরণংকর থের একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানে সাইত্রিশ প্রকার বোধিপক্ষিয় ধর্মের উপর দেশনা করে দান শীল ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন। মানুষ যে সকল উত্তম ও কল্যাণকর কাজ করে, দান তার মধ্যে অন্যতম। বৌদ্ধধর্মে ‘দান’ অনন্য স্থান অধিকার করে আছে। দান, শীল ও ভাবনা এই তিন প্রকার কুশল কর্মের মধ্যেই বৌদ্ধধর্ম প্রতিষ্ঠিত। ভিক্ষু না হয়ে গৃহী ধর্ম পালন করেও দান, শীল ভাবনা মধ্যে দিয়ে মার্গ ফল লাভ করা যায়। সুতরাং দান, শীল ভাবনা ইত্যাদি পূণ্য কর্মপথ এবং আর্য অষ্টাঙ্গিক মার্গ বা শীল, সমাধি, প্রজ্ঞাই নির্বাণের একমাত্র পথ। সদ্ধর্মপ্রান উপাসক উপাসিকাদের প্রতি এখনকার জীবন মানের প্রেক্ষাপটে কিছু বাস্তব ঘটনার উল্লেখ করেন বলেন, আমরা যখন উত্তম কোন জিনিস দিয়ে পূজা করি বা উত্তম কোন জিনিস দান দিই তখন তা অন্তর থেকে ত্যাগ করে সম্পাদন করি। সংকোচ বিহীন তাই দান হোক আর পূজা হোক এগুলো দান পারমীর অন্তর্ভুক্ত। মূল পর্বের অনুষ্ঠান দুপুর ২ টায় শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়। অনুষ্ঠানে ৬ হাজারেরও অধিক পূণ্যার্থী উপস্থিত ছিলেন। প্রায় ৩ ঘন্টা দেশনা শেষে পরলোকগত জ্ঞাতিগনের উদ্দেশে পূন্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান স্বপন লাল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী ( লালু) ও ১ নং হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমস গুরুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি স্বপন বড়ুয়া চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গুঞ্জন বড়ুয়া ও মহিলা বৌদ্ধ সমিতি বাংলাদেশ এর সভাপতি উপাসিকা কেমী বড়ুয়া।
একক স্বধর্ম দেশনা অনুষ্ঠানটি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লাঠিছড়ি উত্তর ডাবুয়া বেণুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিশাক্য স্থবির।
ভদন্ত শরণংকর থের’র একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন এপি বড়ুয়া।