শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মাইকেল চাকমার মুক্তির দাবিতে ঢাকায় ৪ সংগঠনের বিক্ষোভ
মাইকেল চাকমার মুক্তির দাবিতে ঢাকায় ৪ সংগঠনের বিক্ষোভ
ঢাকা :: ইউপিডিএফ ও শ্রমিক নেতা মাইকেল চাকমার সন্ধান ও মুক্তির দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট (শ্রমজীবী ফ্রন্ট) আজ শুক্রবার ২০ ডিসেম্বর বিকাল ৩টায় ঢাকায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।
সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক বরুন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমা এবং সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির ও ছাত্র গণমঞ্চের সভাপতি সাঈদ বিলাস।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক প্রমোদজ্যোতি চাকমা ও পরিচালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিখোঁজের দীর্ঘ ৮ মাসের অধিক সময় অতিবাহিত হলেও সরকার-প্রশাসন মাইকেল চাকমাকে এখনো সন্ধান দেয়নি।বরং সরকার মাইকেল চাকমা গুমের বিষয়ে নীরবতা পালন করে চলেছে যা থেকে বুঝতে অসুবিধা হয় না মাইকেল চাকমা কোন সরকারি সংস্থা কর্তৃক গুমের শিকার হয়েছেন।
বক্তারা বলেন, মাইকেল চাকমা গুমের বিষয়ে পুলিশের সাথে বার বার যোগাযোগ করা হলেও পুলিশ নানাভাবে টালবাহানা করেছে। পুলিশের ভাষ্যমতে মাইকেল চাকমার মোবাইলের সর্বশেষ লোকেশন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায়, যা পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমাদের মনে প্রশ্ন জেগেছে পুলিশ কেন তার সর্বশেষ লোকেশন নিয়ে তদন্ত করল না। এতে কী রহস্য রয়েছে?
বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির বলেন, মাইকেল চাকমাকে অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। সরকার গুম-ক্রসফায়ারের মাধ্যমে মানুষকে আতঙ্ক করে রেখেছে। ফ্যাসিবাদী শাসনে মানুষ প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে।পাহাড়ের ছাত্র নেতা রমেল চাকমাকে হত্যা করে লাশ পর্য্ন্ত ফেরত দেয়া হয়নি। নিজেদের অস্তিত্ব রক্ষা,গণতান্ত্রিক অধিকারের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ছাত্র গণমঞ্চের সভাপতি সাঈদ বিলাস বলেন, দেশের অন্যান্য অঞ্চলে স্বাভাবিক শাসন চললেও পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনে অবরুদ্ধ করে রাখা হয়েছে, যেটা কোন গণতান্ত্রিক দেশে অকল্পনীয়। তিনি মাইকেল চাকমাকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে নিজের রচিত একটি কবিতাও পাঠ করেন।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল মাইকেল চাকমা নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ঢাকায় সাংগঠনিক কাজে যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি।