শনিবার ● ২১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য ভূমি কমিশন বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন
পার্বত্য ভূমি কমিশন বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি :: বাংলাদেশের সংবিধান বহির্ভূত বির্তকিত বৈষম্য সৃষ্টিকারী পার্বত্য ভূমি কমিশন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও তার অঙ্গসংগঠন। আজ শনিবার ২১ ডিসেম্বর সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তারু মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান ও অ্যাডভোকেট কাজী নাসির উদ্দিন।
মানববন্ধনে সরকারের দৃষ্টি আকর্ষণ করে কাজী মুজিবুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদেরকে পার্বত্য চট্টগ্রাম থেকে ভূমি হারা করার জন্য এই ভূমি কমিশন গঠন করা হয়েছে। ভূমি কমিশনে তিন পার্বত্য জেলা থেকে বাঙ্গালীদের পক্ষে কথা বলার জন্য কোন প্রতিনিধি রাখা হয়নি। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি কে প্রধান করে সেখানে সাত জন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। ভূমি কমিশনে অনির্বচিত তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানদের কেও সদস্য করা হয়েছে। কারণ তিন পার্বত্য জেলা চেয়ারম্যানরাও উপজাতি। এছাড়া তিন পার্বত্য জেলার রাজাও উপজাতি সদস্য। এই ভূমি কমিশনের পুরোপুরি বাঙালী বিরোধী ও কমিশনে বাঙালীদের কোনো প্রতিনিধি রাখা হয়নি।
মানববন্ধনে পার্বত্য ভূমি কমিশনে সাত জন বাঙালির সদস্য করার দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যাহারকৃত সেনাবাহিনীর ক্যাম গুলি পুনরায় স্থাপন করে বাংলাদেশের সংবিধান বহির্ভূত বির্তকিত বৈষম্য সৃষ্টিকারী পার্বত্য ভূমি কমিশন বাতিল করতে হবে। পাহাড়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের সংবিধান বাস্তবায়ন করা ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে পাহাড়ি-বাঙালি বৈষম্য না রেখে জেলা পরিষদ নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়।