রবিবার ● ২৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ
ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ
নূর-ই-আলম শুভ, ঢাকা প্রতিনিধি :: ২৪ জানুয়ারী রবিবার রাজধানীস্থ মার্ক সরদার টাওয়ারে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিকাল টেকনোলজি বিভাগ কর্তৃক আয়োজিত নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা ২০১৫ অনুষ্ঠিত হয়েছে ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহরুল হক, অধ্যক্ষ, ন্যাশনালস পলিটেকনিক ইনস্টিটিউট এবং বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামসুর রহমান, চেয়ারম্যান, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, মোঃ সাইমুল আলম, পরিচালক, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, আহাম্মদ শাহ আলমগীর, অধ্যক্ষ, ইউনিভার্সাল পলিটেকনিক ইনস্টিটিউট, তপন সরকার, চেয়ারম্যান, ইউনিভার্স ইমিগ্রেশন এন্ড এডুকেশন এবোর্ড ও শেখ সাইফুদ্দিন আহমেদ, প্রকাশক ও সম্পাদক আগামীর বাংলাদেশ ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জিল্লুর রহমান, বিভাগীয় প্রধান, ইলেকট্রিক্যাল টেকনোলজি ৷
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জহরুল হক বলেন, টেকনোলজির দিক থেকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে ৷ বাংলাদেশকে বহির্বিশ্বে নতুন এক স্থানে পৌঁছে দিতে আমাদের সব তরুণ প্রকৌশলীদের এগিয়ে আসতে হবে ৷
বিশেষ অতিথির বক্তব্যে তপন সরকার বলেন, কেবল মাত্র কারিগরী শিক্ষায় নয় প্রয়োজন বোধে নিজেকে দেশের বাইরে থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করতে হবে ৷ ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণেও তরুণ সব প্রকৌশলীদের এগিয়ে আসার আহবান জানান তিনি ৷
টেকনোলজি ছাড়া জীবন-যাপন করা এখন অনেক কষ্ট সাধ্য ৷ টেকনোলজি দৈনন্দিন জীবনকে অনেক সহজ থেকেও সহজতর করে দিয়েছে ৷ এর পেছনে সম্পূর্ণ অবদান রয়েছে সব প্রকৌশলীদের ৷ বাংলাদেশ থেকেও প্রতি বছর নতুন নতুন উদ্ভাবনের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে দেশকে এক অনন্য মর্যাদায় নিয়ে গেছে তরুণ কিছু প্রকৌশলীরা ৷ অনুষ্ঠানে বিশেষঅতিথি হিসেবে শেখ সাইফুদ্দিনআহমেদ এমন মন্তব্য করেন ৷
শুধু ব্যক্তি উন্নয়ন করলেই হবেনা, দেশের উন্নয়নও করতে হবে ৷ দেশকে আধুনিকতার ছোঁয়ায় টেকনোলজির মাধ্যমে সমৃদ্ধ করতেহবে ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব কালে মোঃ জিল্লুর রহমান এসব কথা বলেন ৷
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা এবং বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক হিসেবে পদক বিতরণ করাহয় ৷ এসময় ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিকাল টেকনোলজি বিভাগ ও অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দরা এবং ইউনিভার্স ইমিগ্রেশন এন্ড এডুকেশন এবোর্ডের সিইও এস. ডি. লোহিতসহ অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন ৷ ইউনিভার্স ইমিগ্রেশন এন্ড এডুকেশন এবোর্ড ও আগামীর বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় ৷
আপলোড : ২৪ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.০০মিঃ