![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ২২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় হবে না : নানক
ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় হবে না : নানক
ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক। আজ রবিবার ২২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যে দুষ্কৃতিকারীরা হামলার প্রচেষ্টা চালিয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, যে মঞ্চের নামেই এ ধরনের ঘটনা ঘটুক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না। এ সময় তিনি সবাইকে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরের ওপর হামলার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান নানক। এ ঘটনায় ২০-২২ জন শিক্ষার্থী আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন দুইজন।
উল্লেখ্য, দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে কোটা সংস্কার নেতাকর্মীদের ওপর মুক্তিযোদ্ধা মঞ্চ হামলা করে বলে অভিযোগ পাওয়া যায়। সেইসাথে অভিযোগ ওঠে সেখানে ছাত্রলীগের সম্পৃক্ততা রয়েছে। হামলার সময়ে ডাকসু ভবনে ভিপি নুরকে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি সেখানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে বলেও অভিযোগ উঠেছে। তবে হামলায় ছাত্রলীগের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন সাদ্দাম।