সোমবার ● ২৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাউজান থানা
চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাউজান থানা
রাউজান :: চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন রাউজান থানার তিন কর্মকর্তা। পুরস্কার প্রাপ্তরা হলেন অস্ত্র কারখানা ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধারকালীন গুরুতর আহত হয়ে বিশেষ ক্যাটাগরীতে রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ, শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারকারী অফিসার ক্যাটাগরিতে থানার এসআই (নিঃ) সাইমুল ইসলাম এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ক্যাটাগরিতে থানার এসআই (নিঃ) মৃদুল বড়ুয়া।
আজ সোমবার ২৩ ডিসেম্বর চট্টগ্রাম রেঞ্জের অপরাধ পর্যালোচনা ও বিবিধ বিষয়ক সম্মেলনে নভেম্বর-১৯ সভায় তাঁরা শ্রেষ্ঠ হিসাবে মনোনীত হন।
নভেম্বর মাসের অপরাধ নিয়ন্ত্রনে দক্ষতা, অস্ত্র ও মাদক উদ্ধার গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, , নিয়মিত মামলার আসামি গ্রেফতার, পরোয়ানা তামিলসহ সার্বিক মূল্যায়ণে এই শ্রেষ্ঠত্ব মনোনীত করা হয়।
রেঞ্জ সম্মেলন শেষে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার) পিপিএম শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশন তুলে দেন।
এই সময় উপস্থিত ছিলেন ডিআইজি আবুল ফয়েজ, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) নুরেআলম মিনা বিপিএম (বার) পিপিএম প্রমুখ পুলিশ কর্মকর্তারা ।