বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » অস্ত্রসহ ডাকাতি মামলার আসামী আটক
অস্ত্রসহ ডাকাতি মামলার আসামী আটক
স্টাফ রিপোর্টার :: গত ২২ ডিসেম্বর ভোর বেলায় চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন চাম্বল শেখেরখীল রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ানশুটার গান ও একটি ছুরিসহ একটি গণধর্ষণ মামলার প্রধান আসামী, একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এবং একটি অপহরণ মামলার অন্যতম প্রধান অভিযুক্ত কুখ্যাত ডাকাত মো. জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়্যা (৩০), পিতা- মৃত মো. কালু মিয়া, গ্রাম- পূর্ব চাম্বল, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম কে আটক করেছে র্যাব-৭।
র্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক ২ প্রতারক চাঁদাবাজ
গত ২৫ ডিসেম্বর বুধবার চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন চাতরী চৌমুহনী এলাকা থেকে র্যাব পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নেওয়ার সময় নুরুল আলম টিপু (৩১), পিতা- মাহমুদ আলী, গ্রাম- বুরুমছড়া, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম এবং নাজিম উদ্দিন (৩৬), পিতা- ছৈয়দুল হক, গ্রাম- মোহাম্মদপুর (বৈরাগ), থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম নামে দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করে র্যাব-৭। উল্লেখ্য যে, গত ০১ ডিসেম্বর, ২০১৯ খ্রিঃ তারিখে একজন কাতার প্রবাসী বাংলাদেশে আসার পর থেকে দুইটি অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে ফোন করে র্যাব পরিচয় দিয়ে তার বিরুদ্ধে চারটি অভিযোগ আছে (যা সম্পূর্ণ মিথ্যা) বলে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এই বিষয়ে কাতারপ্রবাসী ব্যক্তি র্যাব-৭ এর কাছে অভিযোগ করলে র্যাব ব্যাপক গোয়েন্দা নজরদারি করে উক্ত চাঁদাবাজ প্রতারকদের হাতেনাতে গ্রেপ্তার করে।
হাটহাজারীতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ড মিরেরখিল এলাকার মায়ের আঁচল নামে একটি ভবন “এশিয়ান ইউনির্ভাসিটির” এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের মো. এমদাদ উল্লাহ অরফে হাসান সিকদার। নিহত হাসান বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের (এইউবি) বিএ (সম্মান) ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগের ছাত্র। তিনি একই এলাকার আবদুল মালেক সিকদার বাড়ির মৃত মো. রফিক সিকদারের ছেলে। হাসান ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের সিকিউরিটি গার্ডও ছিলেন।
নিহতের বড়বোন লাকি আক্তার জানান, পড়াশোনার পাশাপাশি বেসরকারি বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের সিকিউরিটি গার্ডের চাকরি করতো হাসান। গত রোববার কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে। সেখানে আমার কাছ থেকে চাবি নিয়ে পর দিন সোমবার মিরেরখিল এলাকার গ্রামের বাড়িতে ওঠে।
মঙ্গলবার দুপুরে খোঁজ নিতে কয়েকবার হাসানের মোবাইল ফোনে কল করি। কিন্তু হাসান রিসিভ করছিল না।পরে রাতে বাড়ি গিয়ে দেখি ঘরের দরজা ভেতর থেকে আটকানো। সন্দেহ হলে স্থানীয় জনতার সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি হাসানের মরদেহ সিলিংফ্যানের সঙ্গে ঝুলছে।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন, তিনি বলেন,এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।
রাউজানে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
রাউজান :: স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর সকালে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মুন্সিরঘাটাস্থ আওয়ামীলীগ কার্যালয়ে। সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওয়াব এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী, সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, আনোয়ারুল ইসলাম, শাহা আলম চৌধুরী, ইরফান উদ্দিন চৌধুরী, বশির উদ্দিন খান, সাইফুল ইসলাম রানা, জানে আলম জনি, দুলাল বড়ুয়া, আলমগীর আলী, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহম্মদ, চেয়ারম্যান তছলিম উদ্দিন, লায়ন সাহাবুদ্দিন আরিফ, সুকুমার বড়ুয়া, বিএম জসিম উদ্দিন হিরু, যুবলীগ নেতা সুমন দে, সারজু মোহাম্মদ নাছের, শওকত হোসেন, আজাদ হোসেন কাউন্সিলর, আহসান হাবিব চৌধুরী, তপন দে, আবু ছালেক, ছাত্রলীগ নেতা ইমরান হোসাইন ইমু, জিল্লুর রহমান মাসুদ, অনুপ চক্রবর্তী, মোহাম্মাদ আসিফ প্রমূখ। সভায় সাংসদ ফজলে করিম চৌধুরী বলেছেন ঢাকা-চট্টগ্রাম কি হচ্ছে আমাদের দেখার প্রয়োজন নেই।রাউজানে আওয়ামীলীগে থাকবে সু-সংগঠিত। দলের সু-সময় ও দুর্সময় আমি দেখেছি। যারা এখনো সংগঠনের সাথে ত্যাগের মহিমায় কাজ করছে তাদের সাথে সুখে-দুঃখে আমি থাকবো। যারা মীর জাফর তাদের সাথে কানো আপোষ নেই। তিনি বলেন রাউজানে প্রত্যাবর্তন ও মুজিববর্ষ উদযাপন হবে দুই মাস ব্যাপী। মুজিববর্ষ উপলক্ষে এক’শ মুর্যাল স্থাপন করা হবে উপজেলার গুরুত্বপূর্ণ জায়গায়।
রাউজানে লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা সম্পন্ন
রাউজান :: চট্টগ্রামের রাউজান উপজেলায় উৎসব মুখর পরিবেশে শহিদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল (২৫-ডিসেম্বর) বুধবার উপজেলার ৪টি কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতহীন বাবে এ বৃত্তি পরিক্ষা অনুষ্টিত হয়। জানাগেছে, নোয়াপড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬১০, নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২৮, হলদিয়া হযরত এয়াছিনশাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪০৪, দেওয়ানপুর এস কে সেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২০জন মিলে সর্বমোট ১৫৬২ জন ছাত্র-ছাত্র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেন। সকাল সাড়ে ১১টায় হযরত এয়াছিনশাহ পাবলিক উচ্চ বিৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃদ্যালয় কেন্দ্র পরিদর্শনে দেখা যায় উৎসব মুখর ও সুশৃংখল পরিবেশে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে আমিরহাট এয়াছিনশাহ স্কুল কেন্দ্র পরিদর্শন করেন লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রিয় পরিষদের পরিচালক ইঞ্জিনিয়ার আরিফ উদ্দিন। পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন মেধা যাছাইকল্পে লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপুর্ণ।
দক্ষিণ রাউজান কিন্ডার গার্টেনে বার্ষিক পুরস্কার বিতরণ
রাউজান :: চট্টগ্রামের রাউজানের দক্ষিণ রাউজান কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার দুপুরে বিদ্যালয় সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ সভাপতি সুজিত কুমার দাশ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক এসএম ইউসুফ উদ্দিন। প্রধান শিক্ষক টিপু দাশের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন নোয়াপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজিব দত্ত।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য এয়ার মুহাম্মদ, প্রধান শিক্ষক সমির চন্দ্র দে, কাঞ্চন দাশ, বশির আহমদ, মুহাম্মদ ফয়সাল, ডা. অমল বিন্দু মহাজন, অবসর প্রাপ্ত শিক্ষক শিল্পী চৌধুরী, অভিভাবক সদস্য খালেদা ইসলাম। বক্তব্য রাখেন শিক্ষিকা সুমী শীল, পলি দে, কল্পিতা দাশ, কায়া দাশ, ফেরদৌস আকতার, তাজরিন জোনায়েত, দেবী মহাজন, তন্বী ঘোষ, শিক্ষার্থী শ্রাবন্তি দাশ জুঁই, তাসফিয়া খান প্রমুখ। শেষে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।