বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় আনন্দ উৎসবের মধ্যদিয়ে বড়দিন পালিত
গাইবান্ধায় আনন্দ উৎসবের মধ্যদিয়ে বড়দিন পালিত
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি, সাপমারা, রাজাহার, কামাদিয়াসহ অন্যান্য সাঁওতাল নৃ-গোষ্ঠী অধ্যুষিত খৃষ্টান পল্লীগুলোতে আনন্দ উৎসবের মধ্যদিয়ে বুধবার বড়দিন পালিত হয়। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার রাতে আদমপুর মিশনে চার্চে কেক কেটে প্রভু যিশু খৃষ্টের জন্মদিন পালন কর্মসূচীর করা হয়। বুধবার সকালে গীর্জায় বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জয়পুর ও মাদারপুরসহ অন্যান্য গ্রামের গীর্জাতেও অনুরুপভাবে কেক কাটা, নাচগান ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ পবিত্র দিনটি পালন করা হয়। দিনটি উপলক্ষে আদিবাসীদের বাড়িতে বাড়িতে খাওয়া দাওয়া, নতুন কাপড় চোপড় পড়া এবং আত্মীয়-স্বজনের বাড়িতে বাড়িতে যাতায়াতের উৎসবের অংশ ছিল। এছাড়া দিনটি উপলক্ষে বাড়িঘর পরিস্কার পরিচ্ছন্নভাবে নিকানো পোচানো এবং দেয়ালে ও উঠোনে আলপনা অংকন করা হয়। এভাবেই গোবিন্দগঞ্জ উপজেলার ৩ সহস্রাধিক খ্রীষ্ট ধর্মীয় মানুষ এ উৎসবে অংশ নেয়।
এছাড়া গাইবান্ধা পৌর শহরের পুরাতন হাসপাতাল লেনে সকালে কেক কেটে বড়দিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক ওয়াজিউর রহমান রাফেল, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, র্যাবের ভারপ্রাপ্ত এফএসডিএডি মো. নিয়ামুল হক, খৃষ্টান সম্প্রদায়ের সদস্য অভিজিত দাস ববি, জয়ন্তি দাস, পপি দাস প্রমুখ।
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ
গাইবান্ধা :: গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বেকাটারী শহীদ মিনার চত্বরে মঙ্গলবার বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আবু তাহের সায়াদ চৌধুরী উজ্জল প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠার পর থেকেই সংগ্রাম করে যাচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এই বাংলাদেশকে একটি নতুন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গঠন করতে চান, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠন করতে চান। বক্তারা আরও বলেন, নতুন করে আর একটা মুক্তিযুদ্ধের ডাক এসেছে, আর একটি গণতন্ত্র রক্ষা সংগ্রামের ডাক এসেছে, সেই সংগ্রামে বঙ্গবীরের নেতৃত্বে নতুন করে আবার কৃষক শ্রমিক জনতা লীগের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সে আমরা করতে চাই এবং এজন্য আগামী দিনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা মার্কায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পরে সুবিধা বঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গাইবান্ধার কবি সরোজ দেব ‘সমধারা’ পুরস্কৃত হলেন
গাইবান্ধা :: শুদ্ধ সাহিত্যচর্চার প্রত্যয় নিয়ে প্রকাশনার ১০ বছর পূর্তি সমধারা অনুষ্ঠান ২৩ ডিসেম্বর জাতীয় জাদুঘর শাহবাগ ঢাকা সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সারাদেশের ১০ জন লিটলম্যাগ সম্পাদককে সংবর্ধিত করেন। সংবর্ধিত কবি ও সম্পাদকদের মধ্যে রয়েছেন কলকাতার গৌরশংকর বন্দ্যোপাধ্যায়, অনিকেত শামীম, ফরিদ আহমদ দুলাল, সরোজ দেব, কবি মাহমুদ কামাল, পুলিন রায়, মুজাহিদ আহমদ, মনিরুল মনির, কবি-সুমন শিকদার, ইসলাম রফিক।
অনুষ্ঠানে সম্পাদকদের ক্রেষ্ট সম্মাননা ও উত্তরীয় প্রদান করেন সংগঠনের একঝাঁক তরুণ লিখিয়ে কবিরা। পুরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসত্তার কবি নুরুল হুদা। বর্ণাঢ্যময় এই উৎসবে প্রায় শতাধিক কবি কবিতার পঙক্তি উচ্চারণ করেন মঞ্চে। শেষে বাচ্যিক শিল্পীরা কবি সুফিয়া কামালের ৭১’র ডাইরী গ্রন্থের উল্লেখযোগ্য ঘটনাবলি পাঠ করেন।