বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন
পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রামপুর ইউনিয়নের ভোটগাছ গ্রামে মৃত কেয়াম উদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা হাছান আলীর বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে তার ঘরের আসবাবপত্রসহ বাড়ির আঙ্গীনার রাখা খড়ের স্তুপ, বাঁশের তৈরী বেরা ও জ্বালানী হিসেবে রাখা প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মীভূত হয়। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী ওই মুক্তিযোদ্ধা।
অভিযোগ সূত্রে জানা গেছে, একই এলাকার মফিজ উদ্দীনের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও মৃত মনির উদ্দীনের ছেলে আব্দুস সাত্তারের (৫৪) সাথে দীর্ঘদিন যাবত ভোটগাছ মৌজার ৪৫৮৪ দাগের ৮.২৫ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ ঘটনায় ওই মুক্তিযোদ্ধা পার্বতীপুর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদলত হাছান আলীর পক্ষে ওই জমিতে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা আদেশ জারী করেন। এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে গত ২০ ডিসেম্বর দিবাগত রাতের আঁধারে শফিকুলের নেতৃত্বে অজ্ঞাত ব্যক্তিরা তার বাড়িতে আগুন দেয় বলে জানান বীর মুক্তিযোদ্ধা হাছান আলী।
আদালতের অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা থাকলেও রহস্যজনক কারণে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ হাছান আলীর। এ বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম ও আব্দুস সাত্তারের সাথে যোগাযোগ করা হলে তারা এ ঘটনার সাথে সংশ্লিষ্ট নন। সেই সাথে তাদের বাড়ির বৈদ্যুতিক মিটার পুড়ে গেছেন বলে উল্লেখ করেন তারা।
এ ঘটনায় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, অজ্ঞাতনামা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।