সোমবার ● ২৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » বিশ্বনাথে আইনশৃংখলা উন্নতির জন্য ইউএনও বরাবর স্বারকলিপি
বিশ্বনাথে আইনশৃংখলা উন্নতির জন্য ইউএনও বরাবর স্বারকলিপি
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ঘনঘন চুরি,ডাকাতি বৃদ্ধির ফলে আইনশৃংখলার উন্নতির জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর ২৪ জানুয়ারী রোববার উজেলার দৌলতপুর যুবসংঘের নেতৃবৃন্দ স্বারকলিপি প্রদান করেন৷
স্বারকলিপিত প্রকাশ: সম্প্রতি বিশ্বনাথ উপজেলায় আইনশৃংখলার ব্যাপক অবনতি হয়েছে৷ প্রতি রাতে গাড়ী চুরি, ডাকাতিসহ অনেক ঘটনা ঘটে যাচ্ছে৷ তারই ধারাবাহিকতায় দৌলতপুর গ্রামের তরুণ ব্যবসায়ী রাসেল আহমদের বাড়িতে কিছুদিন পূর্বে ডাকাতি সংগঠিত হয়৷ উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি উন্নতির জন্য সব ডাকাতিসহ সকল ঘটনার সৃষ্ট বিচার দাবি করা হয়৷
স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম (রাজু), সহ-সাধারণ সম্পাদক বিলাল আলী, হেলাল আহমদ, আবু সালেহ, ইকবাল হোসেন, বিভাংশু গুন বিভু, আনোয়ার মিয়া, ছালিক মিয়া, শুকুর আলী, জাহিদুল ইসলাম প্রমুখ৷
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক স্বারকলিপির পাওয়ার সত্যতা স্বীকার করে বলে, আইন শৃংখলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷