সোমবার ● ২৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » শীগ্রই শুরু হবে ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নির্মান কাজ
শীগ্রই শুরু হবে ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নির্মান কাজ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবান জেলার আলীকদম সেনানীবাসে প্রস্তাবিত আলীকদম ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নির্মান কাজ শীগ্রই শুরু হবে বলে জানিয়েছেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ফখরুল আহসান পিএসসি৷ ২৪ জানুয়ারী বেলা বারটায় আলীকদম সেনানিবাসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এবিষয়ে সকলকে আশ্বস্থ করেন৷ তিনি বলেন সম্প্রতি আলীকদম ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের জন্য ভুমি অধিগ্রহন করা হয়েছে এবং বরাদ্ধ ও পাওয়া গেছে৷
আলীকদম সেনা জোনের আয়োজনে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু মার্মা, আলীকদম উপজেলা নির্বাহি অফিসার মোঃ আল-আমিন, লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, আলীকদম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, লামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সারাবান তহুরা, লামা সার্কেল এএসপি মাহমুদুল হাসান, আলীকদম থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং লামা-আলীকদম অন লাইন প্রেস ক্লাবের আহবায়ক হাসান মাহমুদসহ দুই উপজেলার সকল কর্মকর্তা, শিক্ষক, হেডম্যান, কারবারী ও ব্যবসায়ী নেতগণ৷
এসময় দুই উপজেলার আইন শৃঙ্খলা, শিক্ষা, চিকিত্সা, ও অর্থনৈতিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়৷ প্রধান অতিথি বলেন, আমাদের আন্তরিক প্রচেষ্টা আছে আবার সীমাবদ্ধতাও আছে৷ তাই সরকারের পাশাপাশি স্থানীয় বৃত্তশালীদেরকে ও সমাজিক উন্নয়নের সম্পৃক্ত হওয়ার আহবান জানান৷ এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকটসহ বিভিন্ন সমস্যা নিরষণে সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দকে আহবান জানান৷