রবিবার ● ২৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » করোনা আপডেট » রাঙামাটিতে নবীন চিকিৎসকদের বরণ ও সংবর্ধনা
রাঙামাটিতে নবীন চিকিৎসকদের বরণ ও সংবর্ধনা
রাঙামাটি :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, চিকিৎসকদের প্রতি পেশা, জ্ঞান ও অভিজ্ঞতায় আস্থাশীল থেকে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা প্রদানের আহবান জানিয়েছেন। তিনি বলেন, যারা আপনাদের দক্ষ চিকিৎসক হওয়ার ক্ষেত্রে অপরিসীম অবদান রেখেছেন সেইসব দরিদ্র ও সাধারণ মানুষকে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করে তাদের ঋণ শোধ করা পবিত্র দায়িত্ব।
আজ রবিবার ২৯ ডিসেম্বর দুপুরে রাঙামাটিতে পদায়নকৃত ৩৯তম বিসিএস এর ৫৬জন নবীন চিকিৎসকদের বরণ ও জেলা পরিষদ হতে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে আয়োজিত চিকিৎসকদের বরণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদার। এ সময় জেলা পরিষদ সদস্য ও জেলা স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক হাজী মুছা মাতব্বর, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমা’সহ নবীন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান নবীন চিকিৎসকদের উদ্দ্যেশে বলেন, সমতলের চাইতে পার্বত্য জেলার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ’সহ বিভিন্ন ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে রয়েছে। দীর্ঘ অনেক বছর ধরে এ জেলায় চিকিৎসক সংকট ছিল। তা আজ পূরণ হলো। তিনি বলেন, চিকিৎসাসেবা পেশা একটি মহান পেশা। তাই নিজেদের সাধ্যমতো এ এলাকার মানুষদের আন্তরিকভাবে সেবা প্রদান করার পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, একজন চিকিৎসকের সু-ব্যবহারে রোগী অর্ধেক সুস্থ হতে সক্ষম হয়। তাই রোগীদের সাথে ভালো চিকিৎসার পাশাপাশি ভালো ব্যাবহার করারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শুরুতেই পদায়নকৃত ৩৯তম বিসিএস এর নবীন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক।
কাউখালীতে চেলাছড়া-২ মডেল পাড়াকেন্দ্র উদ্বোধন
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, শিশুদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিচ্ছে। তাই পার্বত্য জেলার প্রত্যান্ত এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মাধ্যমে মডেল পাড়াকেন্দ্র নির্মাণ করে দিয়েছে। যাতে করে শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্ত হয়। তিনি বলেন, উপযুক্ত শিক্ষার ওপর নির্ভর করে একটি শিশুর ভবিষ্যত। শিশুর ভবিষ্যত আর জাতির ভবিষ্যত একই সূত্রে গাঁথা। তারাই ভবিষ্যতে বিশ্ব পরিচালনায় নের্তৃত্ব দেবে, সভ্যতা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে।
আজ রবিবার ২৯ ডিসেম্বর সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় কাউখালী উপজেলার চেলাছড়া-২ মডেল পাড়াকেন্দ্র ও হেল্থ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা শিক্ষা কমিটির আহ্বায়ক অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী, সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদার, কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক পবন কুমার চাকমা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ, জেলা সমাজ সেবা কর্মকর্তা ওমর ফারুক, তথ্য কর্মকর্তা মোঃ হারুন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ জানে আলম।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের কোনো বিকল্প নেই। এই পাড়াকেন্দ্রের মাধ্যমে শিশুদের এসব চাহিদাগুলো পূরন করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। তারা পাড়াকেন্দ্রে এসে সাংস্কৃতিক ও বিনোদনের মাধ্যমে লেখা পড়া গ্রহন করতে পারছে। পাশাপাশি এই পাড়াকেন্দ্রে স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষ এই পাড়াকেন্দ্রে সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ও সরকারী ডিজিটাল সেবাগুলো গ্রহণ করতে পারছে। তিনি এই পাড়াকেন্দ্রের কার্যক্রমগুলোকে আরো গতিশীল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে ফিটা কেটে নবনির্মিত পাড়াকেন্দ্র ও হেল্থ ক্যাম্পের উদ্বোধন শেষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন অতিথিরা।