![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » মেসেঞ্জারে নববর্ষের ‘শুভেচ্ছা’ মেসেজ থেকে সাবধান হউন
মেসেঞ্জারে নববর্ষের ‘শুভেচ্ছা’ মেসেজ থেকে সাবধান হউন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য একটি স্প্যাম্প লিংক ফরোয়ার্ড করা হচ্ছে। যার মধ্য দিয়ে মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিচ্ছে একটি চক্র।
এ প্রসঙ্গে বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান বলেন, একটি চক্র মেসেজ দিয়ে নিজেদের আয়ত্তে নিচ্ছে ফেসবুকের মেসেঞ্জার। লিংক পাঠিয়ে তারা এই কাজটি করছে। অধিকাংশ মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিয়ে এরকম মেসেজ পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, এ ধরনের লিংকে কেউ ক্লিক করবেন না। সন্দেহজনক লিংকে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অনুরোধ জানান তিনি।
নিচের ছবিটির মতো লিংক আসলে সেটিতে ক্লিক করা থেকে বিরত থাকুন।