মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম বোর্ডে পিইসি পরীক্ষার ২য় স্থানে রাউজান
চট্টগ্রাম বোর্ডে পিইসি পরীক্ষার ২য় স্থানে রাউজান
রাউজান :: বৃহত্তর চট্টগ্রামের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পিইসিতে অনেকটাই সেরা ফলাফলে এগিয়ে রাউজান উপজেলা। সবচেয়ে আরো ভালো ফলাফল করেছেন চুয়েট স্কুল ১৭৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৭৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। তাদের পাসের হার ৯৯.৪৩ শতাংশ। এছাড়াও রাউজানের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এই পরীক্ষায় ভালো ফলাফল উপহার দিয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সুত্রে, সারা চট্টগ্রাম জেলায় পাসের হার ৯৬ দশমিক ৭৯ শতাংশ ও ইবতেদায়ি পরীক্ষায় ৯৫ দশমিক ২০ শতাংশ। এদিকে, পিইসিতে প্রথম হয়েছে বাঁশখালী উপজেলা, দ্বিতীয় রাউজান ও তৃতীয় পটিয়া উপজেলা । মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৩ হাজার ৪২৩ জন।
উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২৯ হাজার ১৪৩ জন। এ বছর পিইসি পরীক্ষায় চট্টগ্রাম জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৫৩২ জন। রাউজানে এমন ভালো ফলাফলের জন্য রাউজানের এমপি ফজলে করিম চৌধুরী সকল শিক্ষার্থী, শিক্ষাক, অভিভাবক দের শুভেচ্ছা জানিয়েছেন।