![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বুধবার ● ১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে বই বিতরন উৎসব
নবীগঞ্জে বই বিতরন উৎসব
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ পৌরসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে নতুন বছরের প্রথম দিনে আজ বুধবার সকালে বই বিতরন উৎসব অনুষ্টিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নবীগঞ্জ প্রেসক্লাবের উত্তম কুমার পাল হিমেলের সভপতিত্বে এবং প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী এতে বিশেষ অতিথি ছিলেন পৌর কাউস্নিলর প্রানেশ চন্দ্র দেব,বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম,সাবেক সভাপতি মৌলানা সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন,সহকারী শিক্ষিকা কলি চক্রবর্ত্তী,সহকারী শিক্ষিকা অঞ্জলী রানী দাশ,সহকারী শিক্ষিকা হাসনা খানম,সহকারী শিক্ষিকা জবা রানী দাশ,অবিভাবক বশির মিয়া, তহরুল ইসলাম,রেজাক মিয়া,আরিফ মিয়াসহ অন্যান্য অবিভাবকবৃন্দ। প্রধান অতিথি বলেন,বছরের প্রথমদিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া বর্তমান আওমীলীগ সরকারের যুগান্তকারী পদক্ষেপ। তাই শিক্ষাবান্ধব ও উন্নয়নের রুপকার এ সরকারের কার্যক্রম গতিশীল করে ২০২০ মুজিব বর্ষে দেশকে আরো এগিয়ে নিতে হবে।
বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র দাস গ্রন্থাগারের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে “বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র দাস গ্রন্থাগার”-এর উদ্যোগে তিন দিন ব্যাপী দ্বৈত ব্যাটবিনটন টোনামেন্টের চ্যাম্পিয়ান ও রানার্স আপ দের মধ্যে টপি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে গ্রন্থাগারের পরিচালনা কমিটির সভাপতি রতœদীপ দাস রাজু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, সিলেটস্থ ভাটী বাংলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জার্নেল চৌধুরী, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রাসমোহন দাশ, উপজেলা যুবলীগ নেতা রূপায়ণ দাশ, ওয়ার্ড যুবলীগ সভাপতি রিন্টু দাশ, গ্রন্থাগারের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, পাঠক ফোরামের সাধারণ সম্পাদক ঝিনুক দাশ, সহ -সভাপতি সৈকত দাশ, ক্রীড়া ফোরামের সভাপতি রনি দাশ, সাধারণ সম্পাদক মিশু দাশ, দ্বৈত চ্যাম্পিয়ান অনিক ও রূবেল দাশ, রানার্স আপ রিপন ও প্রতীক প্রমুখ। বক্তাগণ লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে তরুনদের সক্রিয় হওয়ার কথা বলেন এবং বলেন যে খেলাধুলায় জড়িতরা কখনো মাদকাসক্ত হতে পারে না। তাই তরুন প্রজন্মকে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এগিয়ে আসলেই জাতি সমৃদ্ধ হবে।