বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » ক্ষমতা নয়, অধিকারের রাজনীতি করছি : মোমিন মেহেদী
ক্ষমতা নয়, অধিকারের রাজনীতি করছি : মোমিন মেহেদী
সংবাদ বিজ্ঞপ্তি :: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গদিতে কাউকে উঠানো বা নামানোর রাজনীতি নয়- ক্ষমতা নয়, অধিকারের „রাজনীতি করছি। জনগনের জন্য রাজনীতি করলে দুদিন আগে বা পরে জনগনই ক্ষমতায় বসাবে বাংলাদেশের রাজনীতিে নতুনধারা সৃষ্টিকারী রাজনৈতিকধারা নতুনধারাকে। ক্ষমতায় আসার স্বপ্ন থেকে রাজনীতি করি না। আর তাই পরিবেশ বিপর্যয় হলে ঘরে বসে থাকে না নতুনধারার রাজনীতিরা। তারা গাছ লাগায়, সবুজ বিদ্রোহ করে, মাস্ক র্যালী করে। যা বাংলাদেশের রাজনীতিতে প্রথম বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
২ জানয়ারী রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের ১৮ নম্বর বাড়িতে ঢাকা মহানগর নতুনধারার সহ-সভাপতি ডা. তিলোত্তমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘নতুন বছরের রাজনীতি ও নতুনধারা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার মানিক চক্রবর্তী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, অরিন্দম চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।