![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » পটিয়াতে বিদেশী অডিট টিমের মাইক্রোর-বাস মুখোমুখি সংঘর্ষ
পটিয়াতে বিদেশী অডিট টিমের মাইক্রোর-বাস মুখোমুখি সংঘর্ষ
ষ্টাফ রির্পোটার :: পটিয়া বিদেশী অডিট টিমের মাইক্রোর-বাস মুখোমুখি সংঘর্ষ। চট্টগ্রামর পটিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আজ ৩ জানুয়ারী শুক্রবার বিকাল তিনটার দিকে পটিয়া উপেজলার মহাসড়েক এই ঘটনা খবর পাওয়া গিয়েছে।
জানা গেছে, একটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে “বন্ধুবন্ধু শেখ মুজিব শিল্পনগরের” বিদেশী অডিট টিমের মাইক্রোর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আহত দের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন লোকজন। এসময় অনেক যাত্রী রাস্তাই আটকা পড়েন। খবর পেয়ে সড়ক দুর্ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান। তিনি সবার খোঁজখবর নেন।