শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে প্রায় ২শত বিঘা অবৈধ গাঁজা ক্ষেত ধ্বংস করলো সেনাবাহিনী
মহালছড়িতে প্রায় ২শত বিঘা অবৈধ গাঁজা ক্ষেত ধ্বংস করলো সেনাবাহিনী
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে আবারও প্রায় দু’শ বিঘা জমিতে চাষ করা গাঁজার ক্ষেত ধ্বংস করেছে মহালছড়ি জোন এর সেনা সদস্যরা।
গতকাল ২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় মহালছড়ি জোনের মেজর আসিফ ইকবালের নেতৃত্বে মহালছড়ি-মাটিরাঙ্গা সীমান্তবর্তী এলাকা ধল্যাছড়া নামক গ্রামে প্রায় ২০০ বিঘা জমিতে গাঁজা ক্ষেত সনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
সেনা টহল দলটি ৩৫-৪০টি গাঁজা ক্ষেত সনাক্ত করে যার প্রতিটি জায়গায় ৩-৪ বিঘা জমিতে গাজা চাষ করা ছিল। উদ্ধারকৃত গাঁজা ২৫ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর মহালছড়ি জোন অধিনায় লে. কর্ণেল মেহেদী হাসান পিএসসি, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খাগড়াছড়ি জেলার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, মাটিরাঙ্গা থানার এস আই মহিউদ্দিনসহ সকলের উপস্থিতিতে প্রায় কয়েক কোটি টাকার গাঁজা আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান সংবাদকর্মীদের বলেন, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারীদের আটক করার অভিযান অব্যাহত রেখেছে। অন্যায় ও অবৈধ কাজে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবেনা বলে জানান তিনি।
এর আগে গত ২০ ডিসেম্বর খাগড়াছড়ি রিজিয়নের সেনা সদস্যরা বেশ কিছু গাজা ক্ষেত ধংস করা হয়েছিলো।
গহীন অরণ্য ও দূর্গম পাহাড়ি এলাকায় যেখানে জনবসতি তুলনামূলক কম এইরকম জায়গায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা তাদের নিরাপদ এলাকা হিসেবে বেছে নিয়ে ব্যপক এলাকাজুড়ে গাঁজা চাষ করছিলো।
স্থানীয় সচেতন মহলের ধারণা এই ধরনের মাদক ব্যবসা থেকে আয় করা এসব অর্থ আঞ্চলিক দল গুলোর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ অবৈধ অস্ত্র সংগ্রহ কাজে ব্যয় করা হচ্ছে ।