শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যুব উন্নয়নের সমাপনী পরীক্ষা
রাউজানে যুব উন্নয়নের সমাপনী পরীক্ষা
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কোর্স সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আইসিটি নলেজ লি. পরিচালিত সর্ববৃহৎ প্রশিক্ষণ কেন্দ্র যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের’ কোর্স সমাপনী পরীক্ষায় প্রতি বছরের ন্যায় এ বছরও অসংখ্য ছাত্র ছাত্রী অংশ নেয়। আজ শুক্রবার ৩ জানুয়ারি সকালে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজে কোর্স সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচাল মো. খোরশেদ আলম এবং চেয়্যারম্যান মো. মোরশেদ আলম।
পরীক্ষকের দায়িত্ব পালন করেন আজাদী বাজার শাখার পরিচালক মো. জামাল উদ্দিন, রাউজান গহিরা শাখার পরিচালক মো.ফোরকান সিকদার, রাঙ্গুনিয়া শাখার পরিচালক হাফেজ মো. জাহেদুল ইসলাম, সাইরা আক্তার জেলী ও মো. এনামুল হক।
রাউজানে আগুনে পুড়ছে ৩ দোকান
রাউজান :: চট্টগ্রামের রাউজানে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। আজ ৩ জানুয়ারী শুক্রবার ভোরে উপজেলার রমজান আলীর হাটে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থালে রাউজান ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এবিষয়ে রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: আশরাফুল ইসলাম আশরাফ জানান, আমরা বাজারে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে কাজ করি। এর আগে দোকানের সবকিছু পড়ে ছাই হয়ে যাই। এ আগুনের ঘটনায় বাজারের মিষু ভর্ট্রাচার্য এর মুদীর দোকান, রুবেল দেওয়ান জির স্বর্ণের দোকান, ও শাহ আলমের খাবারের হোটেল পুড়ে যায়। তবে কি পরিমান ক্ষায়ক্ষতি হয়েছে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেনি তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে।