সোমবার ● ২৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » সিংড়ায় ভূমি সেবা সপ্তাহে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক
সিংড়ায় ভূমি সেবা সপ্তাহে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক
সিংড়া (নাটোর) প্রতিনিধি :: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি জানিয়েছেন, কঠোর নিরাপত্তার খাতিরে রাজধানীসহ দেশের ৩২১টি পৌরসভা ও ৪৮৭টি উপজেলা সদরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে৷ সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে এবং দেশের মানুষের জান মালের শতভাগ নিরাপত্তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার৷ ২৪ জানুয়ারী রবিবার বেলা সাড়ে ৯টায় নাটোরের সিংড়া উপজেলা হলরুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ও তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন৷ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোঃ মশিউর রহমান৷
প্রতিমন্ত্রী পলক এসময় আরও বলেন, বর্তমানে দেশে ৫কোটি ৪০লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে৷ ৭ বছর আগে যার সংখ্যা ছিল মাত্র ১০ লাখ৷ তাছাড়া ২৫ হাজার সরকারী পোর্টালের মাধ্যমে দেশের তৃণমূল থেকেই সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা পাচ্ছে৷ এছাড়াও দেশে প্রায় ৫লাখ ফ্রিলেন্সার রয়েছে যারা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে বিদেশ থেকে বাত্সরিক ৫০ মিলিয়ন ডলার আয় করছে৷ যা দেশের প্রবৃদ্ধি বাড়াচ্ছে৷
ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়রাম্যান শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক আল মাহমুদ, সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস৷
মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী সিংড়া উপজেলা ভূমি অফিসের ওয়েব পোর্টালের উদ্বোধন ও উপজেলার ৪৬জন ভূমিহীন দুস্থ্য ও গরীবের মাঝে ৪.৪৯ একর খাস জমির দলিল হস্তান্তর করেন৷
এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের আয়োজনে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে যোগদান করেন৷ বেলা সাড়ে ১০টায় উপজেলার বিয়াশ থেকে ইছোল বাড়িয়া পর্যন্ত ২কিলোমিটার রাস্তা পাকাকরনের উদ্বোধন, বেলা ১১টায় ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামে প্রায় ২৫লাখ ৮৯হাজার টাকা ব্যয়ে ২.৫৮৯কিলোমিটারে ২১২টি পরিবারের মাঝে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন শেষে বেলা সাড়ে ১১টায় বড়গ্রাম বাজারে ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় যোগদান করেন তিনি৷ বর্ধিত সভা শেষে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন ৷