শনিবার ● ৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » ভদন্ত দেবশ্রী মহাথেরো’র দুইদিন ব্যাপি বরণ অনুষ্ঠান
ভদন্ত দেবশ্রী মহাথেরো’র দুইদিন ব্যাপি বরণ অনুষ্ঠান
রাউজান :: আগামী ৯ ও ১০ জানুয়ারি (বৃহস্পতিবার ও শুক্রবার) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যােতি বনবিহারের বিহার অধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-অর্থ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব এর প্রকাশনা সম্পাদক, বহু প্রতিষ্ঠানের জনক সুদেশক সদ্ধর্ম শোভন দেবশ্রী থেরো মহোদয়ের “মহাথেরো”অভিধা প্রদান অষ্টপরিষ্কারসহ সংঘদান এবং অভিধা প্রদানোত্তর সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে।
মহাথেরো বরণের ৯ তারিখ (বৃৃহস্পতিবার) অনুুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে সকাল ১১ টায় ভিক্ষু সংঘের পিণ্ড গ্রহণ শেষে আনন্দ র্যালি। আনন্দ র্যালিটি রাউজান উপজেলার দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যােতি বন বিহার থেকে শুরু হয়ে পূর্ব আঁধারমানিক গমন এবং সেখান থেকে মহাথের কর্মবাচা পাঠ শেষে ভদন্ত দেবশ্রী থের’র জন্মভূমি একই উপজেলার ইদিলপুর গ্রাম প্রদক্ষিণ শেষে দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যােতি বনবিহারে এসে শেষ হবে। বিকাল ৫টায় ১০১ জন বৌদ্ধ কুল পুত্রকে প্রবজ্যা প্রদান করা হবে।
১০ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল বেলায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপ-সংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও সদ্ধর্মসভা । প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ধর্মাধিপতি অধ্যাপক ভদন্ত বনশ্রী মহাথের, আশীর্বাদক হিসাবে উপস্থিত থাকবেন ভদন্ত জীবনানন্দ মহাথেরো, উদ্বোধক সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো, প্রধান ধর্মদেশক প্রজ্ঞাবারিধি ভদন্ত অধ্যাপক সুমেধানন্দ মহাথের, প্রধান বক্তা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়াসহ বাংলাদেশ ভিক্ষু মহাসভার পণ্ডিত, প্রাজ্ঞ মহান ভিক্ষুসংঘ উপস্থিত থাকবেন।
১০ জানুয়ারী ২য় পর্বের অনুষ্ঠানের ধর্মসভায় সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহান সাংঘিক ব্যক্তিত্ব,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৮তম সংঘনায়ক, একুশে পদক প্রাপ্ত, অগ্গমহাসদ্ধম্ম জ্যােতিকাধ্বজ ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাউজানের স্থানীয় সংসদ সদস্য। আশীর্বাদক হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম চিংম্রং বৌদ্ধ বিহারের মহাধ্যক্ষ ও সংঘনায়ক ভদন্ত উঃপামোক্ষা মহাথেরো, প্রধান ধর্মদেশক হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো, বিশেষ সদ্ধর্ম দেশক হিসাবে উপস্থিত থাকবেন খৈয়াখালী ধম্মাবিজয়ারাম বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ উপঞ্ঞচক্ক মহাথেরো, প্রধান জ্ঞাতি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ড.প্রণব কুমার বড়ুয়া, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবু প্রমথ বড়ুয়াসহ বৌদ্ধ নেতৃৃৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দুই দিনের বর্ণাড্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ, বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, দেশি-বিদেশী অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।