শনিবার ● ৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সাথে ইউএনওর মতবিনিময়
ঈশ্বরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সাথে ইউএনওর মতবিনিময়
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও সংবর্ধনা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। আজ শনিবার উপজেলা হলরুমে মুজিব বর্ষকে সামনে রেখে ‘তারণ্যের চোখে আগামীর ঈশ্বরগঞ্জ’ বিষয়ের আলোকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, চরজিতর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিসবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মামুন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, ঈশ্বরগঞ্জ উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজন সাধারণ সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, সাংবাদিক মোস্তাফিজুর রহমান ও উবায়দুল্লাহ রুমি প্রমুখ।
ঈশ্বরগঞ্জে ইউএনওর নির্দেশে বাল্যবিয়ে বন্ধ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নির্দেশক্রমে বাল্যবিয়ে বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত। এসময় অসদাচরণের দায়ে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার সোহাগী ইউনিয়নের জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার ওই গ্রামের আব্দুল মুন্নাছের মেয়ে মোছা. সমতার বিয়ের দিন ধার্য ছিল। মেজবানের প্রস্তুতিও ছিল শেষ পর্যায়ে। পরে স্থানীয় প্রশাসন জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এর আগেই কানপুর এলাকার বরপক্ষের লোকজন পালিয়ে যায় এবং মেয়ের মা আঙ্গুরা বেগম প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। এসময় অসদাচরণের দায়ে জিগাতলা গ্রামের মৃত আ. গফুরের ছেলে বিজিবিতে কর্মরত সুবেদার হাদিস মিয়াকে (৪৫)আটক করে পুলিশ ।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাল্যবিয়ে সামাজিক ব্যাধি, এর অভিশাপ থেকে মুক্তি পেতে প্রশাসন সব সময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।